দেশ
Trending

বাঙালি ডিজে-কে গুলি করে খুন, গ্রেফতার দুষ্কৃতী

Bengali DJ shot and killed, arrested criminal

The Truth Of Bengal : সামনে এল পানশালায় ঢুকে ডিজেকে গুলি করে খুন করার হাড়হিম করা ভিডিয়ো৷ ঝাড়খণ্ডের রাঁচিতে খুন হন বাঙালি ডিজে সন্দীপ প্রামাণিক ওরফে ‘ডিজে স্যান্ডি’। ভিডিয়ো’ দেখা যাচ্ছে, হাফপ্যান্ট পরে বারে ঢুকেছিল আততায়ী। হাতে ছিল বন্দুক। মদ চাইলে তা দিতে অস্বীকার করেন বারের কর্মীরা। আর এই কারণে সামনে থাকা ডিজে সন্দীপকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ডিজে স্যান্ডি।

জানা গিয়েছে, রাত ১টার সময় কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ডিজে সন্দীপ-সহ বাকি কর্মীরা৷ সেই সময় হঠাৎই বন্দুক নিয়ে সন্দীপের দিকে এগিয়ে যায় ওই আততায়ী৷ সন্দীপ কোনও কিছু বোঝার আগেই তাঁকে গুলি করে ওই ব্যক্তি৷ গুলি চালানোর পর ঠান্ডা মাথায় বার থেকে বেরিয়ে যায় ওই ব্যক্তি৷ দ্রুত সন্দীপকে স্থানীয় আরআইএমএস হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এই ঘটনার ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে কী ভাবে এই ঘটনা ঘটে। পানশালার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ী সহ তার বাকি সঙ্গীদের সন্ধান শুরু হয়েছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর বিহারের গয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ। পুলিশ জানিয়েছে, তার নাম অভিষেক সিং ওরফে ভিকি। সে রাঁচির বাসিন্দা। কেন সে এইভাবে খুন করল তা জানার চেষ্টা করছে পুলিশ। গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে ওই বারে বসে মদ খাচ্ছিল অভিষেক সিং এবং তার বন্ধুরা। সেই সময় বারের কর্মীদের সঙ্গে তাদের তর্ক হয়। তাঁর জেরে এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

কলকাতার ছেলে সন্দীপ মাত্র ২০ দিন আগে এক্সট্রিম স্পোর্টস বার নামে ঝাড়খণ্ডের রাঁচি শহরের ওই বারে ডিজে হিসেবে কাজ করতে গিয়েছিলেন। রাঁচি এলাকায় ডিজে হিসেবে তাঁর বেশ নামডাক ছিল। সেই ডিজে সন্দীপকে বিনা কারণে খুন হতে হয়েছে রাচির ওই বারে।

Related Articles