
Truth Of Bengal: ফের রাজধানী দিল্লি থেকে গ্রেফতার বেশ কয়েকজন বাংলাদেশী। দিল্লি পুলিশ গ্রেফতার করেছে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এইসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
তাদের ধরতে অভিযান চালায় দিল্লি পুলিশ। দিল্লির উত্তম নগরের কালি বস্তি থেকে গ্রেফতার করা হয় পাঁচ বাংলাদেশিকে।
অনুপ্রবেশকারিদের ধরতে সক্রিয় হয়েছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। ধৃতদের কাছ থেকে বাংলাদেশী নথি পাওয়া গিয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।