দেশ

মাত্র ছয় ঘণ্টায় এবার পৌঁছে যাবেন সিকিম, চিতার গতিতে ছুটবে বন্দেভারত

Bandevarat Express will run in Sikkim

The Truth of Bengal: এবার সিকিমে বন্দে ভারত চালু হওয়ার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে মাত্র পাঁচ ঘণ্টাতেই সহজে পৌঁছে যাওয়া যাবে গুয়াহাটি। বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পৌঁছতে বন্দেভারতে সময় লাগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। কেবলমাত্র মঙ্গলবার বাদ দিলে এই ট্রেন বাকি ছটা দিন চলাচল করে। সেক্ষেত্রে সিকিমে যদি রেল লাইন চালু হয় তাহলে আরও আধ ঘণ্টা সেই সময়টা কমে যাবে।

সঙ্গে গোটা দেশের সঙ্গে সিকিম জুড়া য়াবে রেল পথের মাধ্যমে। বর্তমানে সেবক-রংপো রেললাইন তৈরির কাজ চলছে জোড়দার। তার মাঝেই এল নয়া সুখবর। সিকিমে যে শুধুমাত্র রেল স্টেশন তৈরির কাজই চলছে তা নয়, তার সঙ্গে চলছে রেল মন্ত্রকের বন্দেভারত চালানোর পরিকল্পনাও। গত বছরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বরেই সিকিমে বন্দে ভারত চলবে।

সেই অনুযায়ী রেল লাইন তারির কাজও শুরু হয় জোড়কদমে। এবার খুব দ্রুতই সিকিমে চালু হতে চলেছে রেল স্টেশন। তবে এই প্রকল্প শেষ করার ডেডলাইন পিছিয়ে যায় ঝড়-বৃষ্টির মতো দুর্যোগের কারণে। সবঠিক থাকলে ২০২৫ বছরের অগাষ্টেই চালু হয়ে যাবে সিকিমের প্রথম রেল স্টেশন। সিকিমের রেল পথের প্রায় ৮০ শতাংশই সুড়াঙ্গের মধ্যে দিয়ে যাবে বলে খবর রয়েছে। এই রেলপথ সিকিমে পর্যটন ব্যবসাকে উন্নতির শিখরে্ পৌঁছে দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles