বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় মাছ, মাংস ও মাংসজাত খাদ্য বিক্রিতে নিষেধাজ্ঞা, জানুন কেন
Ban on sale of fish, meat and meat products in Yelahanka, Bengaluru, know why

Truth Of Bengal: আগামী ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অপেক্ষিত ‘এয়ারো ইন্ডিয়া শো’। এই বড় আয়োজনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে বেঙ্গালুরু পৌরসভা (বিবিএমপি) ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন সংলগ্ন এলাকায় মাংস ও মাংসজাত খাদ্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করেছে।
১৫ তম এয়ারো ইন্ডিয়া শো’র আগে, বেঙ্গালুরু সিটি কর্পোরেশন ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন থেকে ১৩ কিলোমিটার এরিয়া জুড়ে সমস্ত স্টল, হোটেল এবং রেস্তোরাঁয় মাংস ও মাংসজাত খাদ্য বিক্রি এবং পরিবেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ নির্দেশনা অনুযায়ী, মাংস বিক্রি বন্ধ রাখার মূল কারণ হল শোটি আয়োজনের জন্য এলাকার পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং পাখির কারণে দুর্ঘটনা এড়ানো।
বিবিএমপি ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞার ব্যাপারে সবাইকে অবহিত করেছে। মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, মাংসজাত হোটেল এবং রেস্তোরাঁগুলোকেও এই নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, মাংস বিক্রি বন্ধ রাখলে যেকোনো ধরনের অসুবিধা এবং দুর্ঘটনা এড়ানো যাবে, বিশেষ করে মাংসের টুকরো মাটিতে পড়ে যাওয়া এবং পাখিদের আসা যাওয়ার কারণে।
বিবিএমপি সতর্ক করেছে যে, এই নিয়ম ভঙ্গ করলে ‘বিবিএমপি আইন ২০২০’ এবং ‘ভারতীয় বিমান আইন ১৯৩৭’ অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। এয়ারো ইন্ডিয়া শো ১০ ফেব্রুয়ারি শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এই অনুষ্ঠানটি আয়োজন করবে। প্রথম তিন দিন শুধুমাত্র ব্যবসায়িক দর্শকরা শোতে অংশ নেবেন এবং পরবর্তী দুই দিন সাধারণ জনগণের জন্য খোলা থাকবে।