দুর্ঘটনা নিয়ে রচনা লেখার শর্তে জামিন নাবালক চালকের
Bail for minor driver on condition of writing essay on accident

The Truth of Bengal: পুণেতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় জামিন অভিযুক্ত নাবালকের। তবে জামিন দেওয়ার আগে বেশ কয়েকটি শর্ত দিয়েছে জুভেনাইল আদালত। যে শর্তগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল, কমপক্ষে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবে কিশোর। মনস্তাত্ত্বিক মূল্যায়নের পাঠ নিতে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবে। ভবিষ্যতে দুর্ঘটনাগ্রস্তের পাশে দাঁড়াবে। এছাড়াও বর্তমান দুর্ঘটনাটি নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে হবে ওই কিশোরকে।
গত রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কোরেগাঁও পার্কে। ১৭ বছরের কিশোরের গাড়িটি বেপরোয়া গতিতে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি মোটরবাইকে। মৃত্যু হয় রাজস্থানের বাসিন্দা দুই বাইক আরোহীর। এই ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় পুণের প্রভাবশালী ব্যবসায়ীর নাবালক ছেলেকে। যে গাড়িটি চালাচ্ছিল। এদিন সেই নাবালককে আদালত একাধিক অভিনব শর্তে জামিন দিয়েছে। অভিযুক্ত নাবালক হওয়ায় সহিজেই জামিন দিয়ে দেয় আদালত। তবে অভিনব যে শর্তগুলি দেওয়া হয়েছে তা অখরে অখরে পালন করতে হবে ওই নাবালককে।
পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তকে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করার জন্য আদালতকে অনুরোধ করে হেফাজতে চেয়েছিল। জামিনের আদেশের বিরুদ্ধে পুলিশ দায়রা আদালতে যাবে। নাবালক অভিযুক্তের পিতা যিনি তাকে গাড়ি চালানোর জন্য নম্বর প্লেট ছাড়াই এই গাড়িটি দিয়েছিলেন এবং তাকে একটি পাবে যেতে দিয়েছিলেন তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। যে পাবে ওই নাবালক মদ্যপান করেছিল, সেই পাবের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।