দেশ

অযোধ্যা পাহাড় যাত্রার ডাক, রামমন্দির উদ্বোধনে পাল্টা কর্মসূচি

Hindu mahasava

The Truth of Bengal: রাম মন্দির উদ্বোধনের দিনে বাংলায় পাল্টা কর্মসূচি হিন্দু মহাসভার। আগামী ২২ জানুয়ারি অযোধ্যা পাহাড় যাত্রার ডাক দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। রাম মন্দির উদ্বোধন অথচ সাধারণ মানুষের অংশগ্রহণের অধিকার না দেওয়ার কারণেই এই কর্মসূচি। জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। হিন্দু মহা সভার এই কর্মকর্তা বলেন, রাম মন্দির পুনঃনির্মাণের মধ্যে রয়েছে সনাতনী মানুষের আবেগ। সেই মন্দিরের উদ্বোধনের দিনে মাত্র সাত হাজার মানুষ সেখানে থাকতে পারবেন।

এটা দুর্ভাগ্যের। সাধারণ মানুষের আবেগের কথা ভেবেই ওইদিন অযোধ্যা পাহাড় যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। যেসব মানুষের অবদানে আজ রাম মন্দির গড়ে উঠছে তারাই থেকে যাচ্ছেন ব্রাত্য। এই রামমন্দির জনআন্দোলনের পিটিশন আমরা অখিল ভারত হিন্দু মহাসভা করেছি। অথচ আজ আমরাই সেই অনুষ্ঠানে ব্রাত্য। অভিযোগ চন্দ্রচূড়ের।

অখিল ভারতীয় হিন্দু মহাসভার অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে উপযুক্ত সম্মান দিয়ে ডাকা হয়নি আন্দোলনের পুরধা-পুরুষ লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীকেও। অখিল ভারত হিন্দু মহাসভা মনে করে, অযোধ্যা যেমন শ্রীরামের জন্মভূমি, সেই রকম পুরুলিয়া জেলাস্থিত অযোধ্যা পাহাড় প্রভু শ্রীরামচন্দ্রের কর্মভূমি। দেশবাসীর কাছে এই সংগঠনের আহ্বান, রাম মন্দিরের উদ্বোধনে ব্রাত্য না থেকে ওইদিন অযোধ্যা যাত্রার কর্মসূচিতে যোগ দিন।

Related Articles