দেশ

ঘূর্ণিঝড় আসনার জেরে নাজেহাল অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মৃত কমপক্ষে ২৪

At least 24 dead in Andhra Pradesh and Telangana due to Cyclone Asana

Truth Of bengal: ঘূর্ণিঝড় আসনার জেরে গত কয়েকিদন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের। দুই রাজ্যের একাধিক জেলা জলের নিচে চলে গিয়েছে। দুর্যোগের জেরে অন্তত দুই রাজ্য ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বাতিল হয়েছে শতাধিক ট্রেন। সোমবার আবহাওয়ার কিছুটা উন্নিত হলেও,আবহাওয়া দপ্তর তরফে এখনও সতর্কতা জারি করা হয়েছে।

দুই রাজ্য জোর কদমে চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজের আরও গতি বাড়াতে নতুন করে এনডিআরএফের আরও ২৬টি দলকে পাঠানো হয়েছে বিপর্যস্ত এলাকাগুলিতে। টানা বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিজয়ওয়াড়া জেলার গ্রামগুলি। জলের তরে ভেসে গিয়েছে বিজয়ওয়াড়ার আম্বাপুরম, নয়নাভরম, নুন্না এবং পাথাপাডু গ্রামগুলি। পুলিশ এবং এনডিআরএফ যৌথ উদ্যোগে জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে।ওই গ্রামগুলির বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বাকিদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই দুর্যোগের ঘটনায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। ঘূর্ণিঝড় আসনার জেরে দুই রাজ্যের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে, যেকোনো সময় বড়সড় বিপেদর আশঙ্কা করা হচ্ছে। নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের দূরে সিরয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। আগামী ৫ সেপ্টম্বর পর্যন্ত একইরকম বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছেন আবহওয়া দফতর।

Related Articles