কেঁপে উঠল অসমের জোরহাট, সেনাশিবিরের মূল প্রবেশ পথে বিস্ফোরণ…
Assam Jorhat Was Shaken By the Explosion

The Truth Of Bengal: ভর সন্ধ্যায় সেনা ছাউনির কাছে শোনা গেল বিকট শব্দ। বিস্ফোরণে কেঁপে উঠল অসমের জোরহাট। বিস্ফোরণের তীব্রতা মারাত্মক না হলেও ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রথমে তিনসুকিয়া, তারপর জোরহাট। ব্যাবধান মাত্র তিন সপ্তাহ। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল অসম। সূলত, গত ২৩ নভেম্বর অসমের তিনসুকিয়াতে সেনা শিবিরের মূল প্রবেশপথের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছিল দুই মোটরবাইক আরোহী। প্রবেশদ্বারে মোতায়েন সেনা জওয়ানরা সেই হামলাকরীদের পাকড়াও করে। এবার জোরহাটের সেনাশিবিরের মূল প্রবেশ পথের গেটের সামনেই ঘটল আবারও বিস্ফেরণের ঘটনা, খবর পুলিশ সূত্রে।
তবে খবর রয়েছে বিস্ফোরণের তীব্রতা তেমন বেশি না থাকলেও ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। কোনও প্রানহানি বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। ইতিমধ্যেই বিস্ফোরণের এই দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আলফা। প্রসঙ্গত এই জঙ্গিগোষ্ঠীর নেতৃত্বে রয়েছে পরেশ বরুয়া নামের এক ব্যক্তি। এই গোষ্ঠীর মূল অংশ শান্তি চুক্তি করলেও বিচ্ছিন্নভাবে তাদের এখনও তাদের নাশকতারাজ জারি রেয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চিনের মদতে পরেশ বরুয়ার এই গোষ্ঠী গোপন ডেরা থেকে তাদের বারত বিরোধী নাককতার ছক কষে চলেছে।
Free Access