দেশ

এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম ভারতে! কোন গ্রাম জানেন?

Asia's richest village in India! Do you know any village?

Truth Of Bengal: ভারতের ব্যবসায়ীদের আঁতুঘর হচ্ছে গুজরাত। আর এই রাজ্যে অবস্থিত এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম মাধপুর। গুজরাট রাজ্যের কচ্ছ জেলার ভুজ শহরের নিকটে মাধাপুর গ্রামটি অবস্থিত। এই গ্রামের উন্নতি জানলে আপনিও অবাক হবেন। এই গ্রামের কিছু গ্রামবাসীর ব্যাংক একাউন্টে তাই আমানত রয়েছে ৭০০০ কোটি টাকা পর্যন্ত।

মাধাপুর গ্রামের জনসংখ্যা প্রায় ৩২ হাজারের মতো। তাদের সম্পত্তি দেখভাল করার জন্য দেশের সরকারি বেসরকারি মিলিয়ে ১৭ টি ব্যাংক ওই গ্রামে শাখা খুলে রেখেছে। তা মাধাপুর গ্রামের এত সমৃদ্ধির পিছনে কারণ কি? সরকারি তথ্য থেকে জানা গিয়েছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি বাড়ি রয়েছে মাধাপুর গ্রামে। তার মধ্যে ১২০০ পরিবার থাকে বিদেশে। তারাই প্রতিবছর গ্রামের ব্যাংক এবং পোস্ট অফসে কোটি কোটি টাকা পাঠায়। মাধাপুর গ্রামের প্রাক্তন প্রধান এক সাক্ষাৎকারে জানিয়েছে মাধাপুরের অনেক বাসিন্দা বিদেশে ব্যবসা-বাণিজ্য করলেও গ্রামের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে।

কাজের সুত্রে তাদের বেশির ভাগ থাকেন আফ্রিকার দেশগুলিতে। পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড এমনকি আমেরিকাতেও থাকেন। তাঁরা যেসব দেশ গুলিতে কাজ করে সেখানকার ব্যাংকে টাকা না রেখে মাধাপুর গ্রামের ব্যাংকে পাঠায়। গুজরাতের এই গ্রামের উন্নতির মূল কারণ হল বিপুল পরিমাণে আমানত সমৃদ্ধি।

Related Articles