দেশ

অরবিন্দ কেজরিয়ালকে আবগারি দুর্নীতি মামলায় মূল ষড়যন্ত্রকারী “কিং পিন”

Arvind Kejriwal 'kingpin', 'key conspirator' in excise 'scam', ED tells Delhi High Court

The Truth of Bengal: আবগারি দুর্নীতি মামলায় কিংপিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টের কাছে জানালেন ইডি। কেজরির গ্রেফতার হওয়ার পর তিনি তিহার জেলে বিচারাধীন বন্দী। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে। আম আদমি পার্টির দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক ষড়যন্ত্র করছে। রাজনৈতিকভাবে পেরে না উঠে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।  বিরোধী ইন্ডিয়া জোট ধারাবাহিক আন্দোলন শুরু করেছে।

দিল্লি হাইকোর্ট জানিয়েছে আবগারি মামলায় সরাসরি জড়িত অরবিন্দ কেজরিওয়াল। গোটা দুর্নীতির কিংপিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার নেতৃত্বেই গোটা দুর্নীতি পরিচালিত হয়েছে। আপ সরকারের আরও বেশ কয়েকজন মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে, দিল্লি হাইকোর্টে জোরালো সমান করেছেন ইডির আইনজীবী। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ইডির তরফে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ছিলেন আবগারি দুর্নীতি মামলার কিংপিন এবং মূল ষড়যন্ত্রকারী। ২০২১-২২ সালে আবগারি নীতি প্রণয়নে সরাসরিভাবে যুক্ত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

তার নেতৃত্বেই এই পলিসি তৈরি হয়। ফলে আবগারি দুর্নীতিতে যুক্ত থাকা এই পলিসি প্রণয়ন প্রমাণ করে। মুখ্যমন্ত্রীর এই নীতি প্রণয়ন করা হয়েছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই। আর তাকে সহযোগিতা করেছিলেন আরও বেশ কয়েকজন মন্ত্রী। অবশ্য ইডির এই দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি আপ নেতৃত্বের। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী ইডির এই দাবির তীব্র বিরোধিতা করেন। দিল্লি হাইকোর্টে তিনি পাল্টা জানান, শুধুমাত্র ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। উল্লেখ্য এই মামলায় গ্রেপ্তার হওয়া আপের নেতা সঞ্জয় সিং ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। দুর্নীতির কথা বলা হলেও কোন টাকা উদ্ধার করতে পারেনি তদন্তকারী সংস্থা।

Related Articles