
The Truth Of Bengal: জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি । বৃহস্পতিবার তাঁকে জামিন দিলেন দিল্লির এক আদালতের এক অবকাশকালীন বিচারক । শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি । নিন্ম আদালতের এই রায়ের বিরোধিতা করে ইডি । সেই রায়ের উপর ৪৮ ঘণ্টার জন্য স্থগাতাদেশ চান । সেই আবেদন খারিজ করে দেন বিচারক ।
Delhi Court grants bail to Chief Minister Arvind Kejriwal in the money laundering case related to the alleged excise policy case. #ArvindKejriwal #ED pic.twitter.com/Q3FFP2wvgf
— Live Law (@LiveLawIndia) June 20, 2024
জামিনের বন্ড হিসাবে আরবিন্দ কেজরিওয়ালকে ১ লাখ টাকা জমা দিতে হবে । গত একুশে মার্চ আবগারি দুর্নীতিকাণ্ডে গত গ্রেফতার হতে হয়েছিল। ইডি কেজরীকে গ্রেফতার করে। গ্রেফতার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরি। মুখ্যমন্ত্রী থাকাকালীন তার এই গ্রেপ্তার নিয়ে গোটা দেশে সোরগোল পরে যায়।
এই গ্রেফতারি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সমস্ত বিরোধীদল। লোকসভা ভোটের সময় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের তাকে তিহার জেলে যেতে হয়। অতিরিক্ত এক সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন কেজরি। চিকিৎসার জন্য এই আবেদন জানিয়েছিলেন। অবশ্য সেই আবেদন গ্রাহ্য হয়নি আদালতে। ২১ দিনের অন্তর্বর্তী জামিন শেষ করে ফের জেলে ফিরে যান।