
Truth Of Bengal: কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল চালিয়ে আত্মঘাতী সেনা জওয়ান। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ঘটলেও, তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। জানা যায়, মৃত ইন্দেশ কুমার রাজৌরির মাঞ্জাকোটের অঞ্জনওয়ালি গ্রামের এক সেনা ছাউনিতে কর্মরত অবস্থায় ছিলেন।
মঙ্গলবার গভীর রাতে আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করে ওই তরুন জওয়ান। তথক্ষনাৎ তাঁকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁকে সুস্থ করে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তব্যরত অবস্থায় থেকেও তিনি এধরনের ঘটনা কেন ঘটনালেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ চলছে তাঁর সহকর্মীদেরকে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই ধরনের ঘটনা জম্মু-কাশ্মীরে ঘটেছে। সম্প্রতি উধমপুর নামের একটি জেলাতে নিজের সহকর্মীকে খুন করে আত্মঘাতী হয়েছিলেন এক পুলিশকর্মী। স্থানীয়দের তরফ থেকে জানা যায়, ওই দুই সহকর্মীই প্রশিক্ষণের স্বার্থে তালওয়াড়ার একটি প্রশিক্ষনকেন্দ্রের উদ্দেশে যাচ্ছিলেন। আচমকাই তার কছে থাকা একে-৪৭ রাইফেল থেকে গুলি ছুঁড়ে সহকর্মীকে খুন করেছিলেন তিনি। এবম তারপর আত্মঘাতী হয়েছিলেন নিজেও।