দেশ

টোল প্লাজায় ওভারটেক নিয়ে ঝগড়া, চালককে ৫০ মিটার টেনে নিয়ে গেল গাড়ি

Argument over overtaking at toll plaza, driver dragged 50 meters by car

Truth Of Bengal: নেলামাঙ্গালা মহাসড়কের ইয়েন্তাগানাহাল্লির কাছে ল্যাঙ্কো দেবানাহাল্লি টোল প্লাজায় ওভারটেক নিয়ে শুরু হওয়া তর্ক এক ভয়াবহ ঘটনার রূপ নেয়। দুই গাড়িচালকের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়।

ঘটনার সময় টোল প্লাজায় গাড়িগুলো সারিবদ্ধ হয়ে টোল দেওয়ার অপেক্ষায় ছিল। ঠিক তখনই এক গাড়িচালক অপর চালকের সঙ্গে তর্ক শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই গাড়িচালক সামনে থাকা ব্যক্তির জামা চেপে ধরে। এমন সময় টোলের ব্যারিকেড ওঠে গেলে গাড়িটি চলতে শুরু করে, আর সেই ব্যক্তিকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত তিনি কোনওভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ি থেকে পড়ে যান এবং গুরুতর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

এই ভয়াবহ ঘটনাটি টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোড়ন সৃষ্টি করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Related Articles