দেশ

কোটায় ফের আত্মহত্যা, নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য

Another suicide in Kota, panic surrounding the recovery of the body of the net examinee

Truth Of Bengal: কোটায় ফের আত্মহত্যার ঘটনা। নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য। ১৭ দিনের মধ্যে এই নিয়ে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটলো কোটায়। স্বাভাবিকভাবেই আত্মহত্যার ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই পড়ুয়া সম্পর্কে জানা যাচ্ছে, ওড়িশা থেকে কোটায় কোচিং এর জন্য এসেছিলেন ওই পড়ুয়া। বিজ্ঞাননগরে একটি পেয়িং গেস্ট হিসেবে থাকতেন তিনি।  প্রাথমিক ভাবে ওই পড়ুয়ার দেহ দেখতে পেয়েছিলেন বাড়ির মালিক। তৎক্ষণাৎ পুলিশের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। তবে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। কি কারনে আত্মহত্যা করার সিদ্ধান্ত তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে শুরু হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদও। মৃত পড়ুয়ার পরিবারসহ কোচিং সেন্টার এবং তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘর থেকে কোন রকম সুইসাইড নোট উদ্ধার হয়নি।

পুলিশদের তরফ থেকে দেখা হচ্ছে পড়াশুনা নিয়ে কোনো রকম মানসিক চাপে ওই পড়ুয়া ছিলেন কিনা। এমনকি তার সহপাঠী ও আত্মীয়দের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তার ব্যবহারে বিগত কয়েকদিনের মধ্যে কোন বদল লক্ষ্য করা গেছে কিনা।

এর আগে একাধিকবার কোটায় আত্মহত্যার ঘটনা ঘটেছে  যার জেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল প্রশাসনও। প্রশাসনের তরফ থেকে সেই সময় নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। তবে চলতি বছরের শুরুতেই পের কোডটায় একের পর এক পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। বছরের শুরুতেই উদ্ধার হয়েছিল ২ জয়েন্ট এনট্রান্স পড়ুয়ার দেহ। সেই সময়ও কোনো রকম সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায় সেই পড়ুয়াদের মধ্যে একজন হরিয়ানার বাসিন্দা এবং অপরজন মধ্যপ্রদেশের বাসিন্দা।

কোটা জেলা প্রশাসনের তরফ থেকে বছরের শুরুতেই একটি রিপোর্ট প্রকাশ্যে এনে জানানো হয় ২০২৩ এর তুলনায় ২০২৪-এ আত্মহত্যার সংখ্যা কমেছে অনেকাংশে। ২০২৩-এ যে সংখ্যা ছিল ২৪, ২০২৪-এ সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৯-এ।

Related Articles