আবার জোড়া ভূমিকম্প অনুভত হল অরুণাচল প্রদেশে
Another pair of earthquakes were felt in Arunachal Pradesh

The Truth of Bengal: ফের অরুণাচলে দফায় দফায় ভূমিকম্প।বৃহস্পতিবার এই ভূকম্পন অনুভূত হয়। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভোরে ৩টে ৪০ নাগাদ কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতি কিছু হয়ে কিনা তা খতিয়ে দেখছে সেরাজ্যের প্রশাসন। আরও জানা গেছে,রাজ প্রায় ২টোর সময় প্রথম কম্পন বোঝা যায় পশ্চিম কামেং অঞ্চলে।
সে সময় কম্পনের মাত্রা ছিল প্রায় ৩.৭। এরপর তৃতীয় কম্পনটি হয় ভোর ৫টা ১৩মিনিট নাগাদ। এই কম্পনের তীব্রতা ছিল ৩.২, কম্পনস্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। অরুণাচল প্রদেশের মতোই মহারাষ্ট্রেও ভূমিকম্প অনুভূত হয়। উত্তর পূর্বাঞ্চলের মতোই পশ্চিম ভারতেও ভূমিকম্পের আতঙ্ক পিছু ছাড়ছে না। বারবার এভাবে ভূমিকম্প অনুভূত হওয়ায় মহারাষ্ট্রের মানুষও আতঙ্কিত।লাতুর ও ওসমানাবাদের দুঃসহ স্মৃতি তাঁদের এখনও তাড়া করে বেড়ায়।