ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল আরও এক নতুন ও শক্তিশালী মিসাইল
Another new and powerful missile has been added to the arsenal of the Indian Navy

The Truth of Bengal: ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হল আরও এক নতুন ও শক্তিশালী মিসাইল ‘SMART’। শত্রুপক্ষের ডুবোজাহাজ ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল। ওড়িশার বালাসোরে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ডিআরডিও এর পক্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই শক্তিশালী মিসাইল।
একদিকে চিনের চোখ রাঙ্গানি অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক চাল ভারতের বিরুদ্ধে। এই আবহে ভারতের ঘাঁটি আরও মজবুত করতে এবং ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে উৎক্ষেপণ করা হল আরও এক নতুন মারণ মিসাইল। যার নাম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টর্পেডো । সংক্ষেপে একে বলা হচ্ছে স্মার্ট। ভারতীয় নৌসেনার দাপট দেখে এবার হতবাক হবে গোটা বিশ্ব। এই মিসাইল শত্রুপক্ষের ডুবোজাহাজ ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম। ওড়িশার বালাসোরে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে উৎক্ষেপণ করে।
বর্তমানে ভারতের নৌসেনা বাহিনী এতটাই শক্তিশালী যে তারা যে কোনও মুহূর্তে প্রস্তুত। শত্রুপক্ষের কাছে এই মিসাইল উৎক্ষেপণের দৃশ্য এক কাথায় তাদেরকে হুঁশিয়ারি দেওয়া, তা বলাই বাহুল্য। এই মিসাইল পুরোপুরি দেশিয় প্রযুক্তিতে তৈরি করা। এই মিসাইলের ওজন খুব একটা ভারী নয়। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে গ্রাউন্ড মোবাইল লঞ্চারের সাহায্যে। এই মিসাইলের মধ্যে রয়েছে প্যারাশুট বেসড রিলিজ সিস্টেম ও নেভিগেশন। এই দুইয়ের সাহায্যে শত্রুপক্ষকে লক্ষ করে যে নিশানা করা হবে তা একদম সঠিক জায়গায় গিয়ে আঘাত করবে শত্রুপক্ষের ঘাঁটিতে। মিসাইল সফল ভাবে উৎক্ষেপণের পর ডিআরডিও এর চেয়ারম্যান আনন্দের সহিত মিসাইল তৈরি ও উৎক্ষেপণের ক্ষেত্রে যারা যারা যুক্ত তাদের সকলকে অভিনন্দন জানিয়েছে। স্মার্ট এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা বার্তা জানিয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন এই অত্যাধুনিক মিসাইল ভারতের নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করে তুলবে।