পঞ্জাব-হরিয়ানার কৃষকদের ডাকা ভারত বনধের মাঝেই আবারও শহিদ হলেন এক কৃষক
Another farmer was martyred amid the Bharat Bandh called by Punjab-Haryana farmers

The Truth of Bengal: অনড় কেন্দ্র। আলোচনায় দেওয়া কথা রাখে নি।ঘোষণা করেনি ন্যূনতম সহায়ক মূল্য।তাই একগুচ্ছ দাবিতে একরোখা আন্দোলনে কৃষকরা।শুক্রবার দাবিপূরণে ডাকে ভারত বনধ।সকাল ৬টা থেকে শুরু হয় ভারত বনধ।চলে বিকেল ৪টে পর্যন্ত। প্রতিবাদী কৃষকরা ভারতের প্রধান সড়কগুলিতে ‘চাক্কা জ্যাম’ করেন। কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়ালের দাবি, দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে মোতায়েন আধাসামরিক বাহিনী তাদের উস্কানি দিচ্ছে। কৃষক নেতাদের ঘোষণা,কেন্দ্রের সরকারের সঙ্গে আলোচনায় সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে।
এদিকে, শম্ভু সীমানায় বিক্ষোভ প্রদর্শনের সময় মৃত্যু হয় আন্দোলনকারী এক কৃষকের। হৃদ্রোগে আক্রান্ত হন ওই কৃষক। বছর ৬৩-র ওই কৃষকের নাম জ্ঞান সিং। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কৃষক আন্দোলন। পঞ্জাব থেকে ট্র্যাক্টর র্যালি করে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু শম্ভু সীমানায় তাঁদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারী কৃষকদের দফায় দফায় সংঘর্ষ চলে গত কয়েক দিন ধরে। কৃষকেরা ব্যারিকেড ভেঙে হরিয়ানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে।
এর আগে ২০২০-তে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন কৃষক মারা যান। কৃষকরা শহিদ হন। আবার এই কৃষক মৃত্যুর ঘটনা ঘটল। গায়ের জোরে কেন্দ্রের সরকার কৃষকদের দিল্লির সমাবেশ বানচাল করার চেষ্টা করায় আন্দোলনকারীরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকে গতি দেওয়ার চেষ্টা করছে।চব্বিশের ভোটের আগে বিজেপি সরকার ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিপূরণ না করলে গণআন্দোলন থেকেই পথ খুঁজে নেওয়ার চেষ্টা হবে বলে স্পষ্ট করে দিয়েছেন অন্নদাতারা।