ফের কুম্ভমেলায় দুর্ঘটনা! নৌকা উল্টে বিপদে পুণ্যার্থীরা, উদ্ধারকাজে এনডিআরএফ
Another accident at Kumbh Mela! Pilgrims in danger after boat capsizes, NDRF in rescue operation

Truth Of Bengal: ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাওয়ার পথে নৌকা উল্টে বিপত্তি। নদীতে পড়ে যান পুণ্যার্থীরা।এনডিআরএফের সদস্যদের চেষ্টায় প্রাণে বাঁচেন তারা। শনিবার কিলাঘাটের কাছে এই ঘটনা ঘটে। জানা যায়, কুম্ভমেলায় গিয়েছিলেন ওই পুণ্যার্থীরা। নৌকা করে সেখান থেকে ত্রিবেণী সঙ্গম স্নান করার উদ্দেশ্য যাচ্ছিলেন ১০ জনের একদল পর্যটক। আচমকাই ডুবতে শুরু করে নৌকাটি। নৌকা উল্টে নদীতে পড়ে গেলে প্রাণে রক্ষা পেতে চিৎকার করতে থাকেন তারা। আশেপাশেই সেই সময় ছিল জাতীয় বিপর্যয় বাহিনী।
তৎক্ষনাৎ জলে ঝাঁপ দিয়ে পুণ্যার্থীদের উদ্ধার করেন তারা। এক্ষেত্রে বলা চলে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই পর্যটকরা। এনডিআরএফের ডিআইজির তরফ থেকে জানানো হয়েছে, সব যাত্রীদেরই উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর, ওই ১০ জনের মধ্যে ৮ জন বিহারের বাসিন্দা ও ২ জন ইন্দোরের।
প্রসঙ্গত, শনিবারও কুম্ভমেলায় যাওয়ার রাস্তায় দুর্ঘটনার খবর সামনে এসেছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লেগে গিয়েছিল ২টি গাড়িতে। দ্রুত গতিতে সেই আগুন নিয়ন্ত্রনে আনার কাজ চালানো হয়। তবে সেই ঘটনাতেও হতাহতের কোনও খবরই গতকাল পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছিল ব্যাপকভাবে।