দেশ

সাধারনের বাকস্বাধীনতায় বাধা, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ অন্ধ্র সরকারের

Andhra government takes strict steps to control social media

Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ অন্ধ্রপ্রদেশ সরকারের। একাধিক সময়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লাগাতার কুরুচিসম্পন্ন মন্তব্য ও আপত্তিকরভাবে আক্রমণের অভিযোগ ওঠে। শুধু তাই নয় গোষ্ঠী বিবাদের উষ্কানিমূলক মন্তব্যও দেখা যায়।

এই সবের বিরুদ্ধেই এবার অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকারের কঠোর পদক্ষেপ। সূত্রের খবর, শতাধিক মামলার সঙ্গে ৬৭ টি আইনি নোটিশ জারি। ঘটনায় অভিযুক্ত ৩৯ জন গ্রেফতার। তবে এই পদক্ষেপের জেরে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ নিয়ে প্রশ্ন উঠছে।

জানা যায়, ওই সমস্ত আপত্তিকর মন্তব্যের বেশিরভাগই চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ও তার ছেলেকে নিয়ে। এমনকী উপমুখ্যমন্ত্রী পবন কল্যানের মেয়ে ও প্রদেস কংগ্রেস নেত্রী ওয়াই এস শর্মিলার নামেও আপত্তিকর পোস্ট দেখতে পাওয়া যায়। বিরোধী দল ওয়াইএসআরসিপির দাবি, ৬৫০টি নোটিশ পান দলীয় নেতাকর্মীরা। দায়ের হয়েছে ১৪৭টি মামলা।

গ্রেফতারীর সংখ্যা ৪৯। বিরোধী নেতারা সরব হন রাজ্যের নাগরিকদের বাকস্বাধীনতার প্রশ্ন তুলে। প্রসঙ্গত, বুধবারই চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যানের ছবি বিকৃত করে  সোশ্যাল মিডিয়াতে পোস্টের অভিযোগে সমন পান চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা।  তাঁকে সাত দিনের তদন্তকারী অফিসারদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles