দেশ

রাজধানীর বুকে নৃসংশ হত্যাকাণ্ড, আইসক্রিম বিক্রেতাকে কুপিয়ে খুন

Ice cream vendor was killed in public in front of India Gate

TheTruth of Bengal: রাজধানীর বুকে নৃসংশ হত্যাকাণ্ডে চাঞ্চল্য। প্রকাশ্যে ইন্ডিয়াগেটের সামনে এক আইসক্রিম বিক্রেতাকে কুপিয়ে খুন করল এক ব্যাক্তি। মৃত যুবক উত্তরপ্রদেশের ইটাওয়ারের বছর পঁচিশের বাসিন্দা প্রভাকর। জানা যায় প্রত্যেক দিনের মতোই এদিনও তিনি ইন্ডিয়া গেটের সামনে বসেই আইসক্রিম বিক্রি করছিলেন। আচমকাই এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে প্রভাকর। তারপরই বচসায় জড়িয়ে পড়া ওই অপর ব্যাক্তি এলোপাথারি ছুরির কোপ বসাতে থাকে আইসক্রিম বিক্রেতাকে প্রভাকরের উপর।

ছুরির কোপ পড়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে প্রভাকর। প্রায় তিন থেকে চারটে কোপ বসানো হয় তার শরীরে। তখনই সুয়োগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। প্রভাকরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেকানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে  জানা যায়, মৃতের শরীরে একাধিক গভীর ক্ষত চিহ্ন রয়েছে। তবে অভিযুক্ত খুব বেশি দূর পর্যন্ত পালিয়ে বাঁচতে পারেনি।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্তে নেমে পড়ে পুলিশ। ৯টি ভাগে বিভক্ত হয়ে তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। শেষপর্যন্ত ধরা পড়ে যায় অভিযুক্ত ওই ব্যক্তি। এই ঘটনার বিষয়ে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুনের ঘটনা বলে তারা প্রাথমিকভাবে অনুমান করেছে। তবে অভিযুক্তকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনার পেছনেব্যক্তি আক্রোশ ছাড়াও আর অন্য কোনও কারণ রয়েছে কিনা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারাতে মামলা দায়ের হয়েছে।

Related Articles