Amarnath Yatra: অমরনাথ যাত্রায় ফের-বিপত্তি! ব্রেক ফেল করল বাস, চলন্ত বাস থেকে ঝাঁপ তীর্থযাত্রীদের
Amarnath Yatra: Amarnath Yatra again - setbacks! The bus brake failed, the pilgrims jumped from the moving bus

The Truth Of Bengal : অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা চলন্তবাস থেকে ঝাঁপ দেন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন তীর্থযাত্রী। মঙ্গলবার রামবান জেলার ৪৪ এ জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তীর্থযাত্রী বোঝাই বাস। দুর্ঘটনাস্থলে ছুটে যান ভারতীয় সেনাবাহিনী, জম্বু ও কাশ্মীরের পুলিশ। বাসটি অমরনাথ থেকে হোশিয়ারপুর যাচ্ছিল। তীর্থযাত্রীরা পাঞ্জাবের বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অনেক তীর্থযাত্রী চলন্ত বাস থেকে লাফ দিচ্ছেন। তবে নিরাপত্তা বাহিনীর দক্ষতায় বাসটিকে খাদে পড়ে যাওয়া থেকে আটকানো সম্ভব হয়। ঘটনায় হতাহাতের কোন খবর মেলেনি। প্রশাসন সূত্রে খবর বাসটিতে ৪০ জন তীর্থযাত্রী ছিল যারা পাঞ্জাবের হোশিয়ারাপুরে ফিরছিল। বাসটি বানিহালির কাছে নাচলানা পৌঁছানোর সময় ব্রেক ফেল হয় বলে খবর।
The brakes of a bus carrying Amarnath pilgrims failed on a slope while returning from Baltal to Hoshiarpur. Some people jumped out of the moving bus. Police and security forces stopped the bus with great effort. 8 people were injured in the incident. The pilgrims were from… pic.twitter.com/Y6mnmHQpPG
— Gagandeep Singh (@Gagan4344) July 2, 2024
এই ঘটনায় ছয় জন পুরুষ তিনজন নারী ও একজন শিশুসহ ১০ জন আহত হয়েছে। তীর্থযাত্রীদের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়তে দেখে সেনা বাহিনী ও পুলিশের সদস্যরা দ্রুত ছুটে যায়। গাড়ির টায়ার এর নিচে পাথর রেখে বাসটিকে খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে পৌঁছে আহত তীর্থযাত্রীদের চিকিৎসা শুরু করেন।
ঘটনার যে ভিডিয়ো প্রকাশ্যে এসছে তা দেখলে চমকে উঠবেন আপনিও গাড়িটিকে খাদে পড়ে যাওয়া থেকে রুখতে গাড়ির পিছনে দৌড়াচ্ছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। মে মাসে জম্বু’র আখনুরে একটি বাঁশ কাঁধে পড়ে ২২ জন নিহত হন কমপক্ষে ৫০ জনর বেশি আহত হয়েছিলেন। উত্তর প্রদেশ ও হরিয়ানা থেকে তীর্থযাত্রীদের বোঝাই বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল। বাসটি রাইসি জেলার বিখ্যাত শিব খড়ি মন্দিরের দিকে যাচ্ছিল। জম্বু- পুঞ্চ জাতীয় সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় বাসটি।