“পছন্দের মানুষকেই বিয়ে, চলবে না কারও হস্তক্ষেপ”- এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ
Allahabad high court says adults free to marry, live with person of their choice- Allahabad High Court Says

The Truth Of Bengal: এলাহাবাদ হাইকোর্ট এদিন এক বিচার চলাকালীন জানালেন, একজ প্রাপ্ত বয়স্ক’র যার সঙ্গে ইচ্ছে থাকার এবং বিয়ে করার অধিকার রয়েছে। এতে কারও কোনও আপত্তি না থাকাই বাঞ্ছনীয়। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট বলেছেন সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুসারে তাঁরা তাঁদের ইচ্ছে অনুসারে বিয়ে করতে পারেন এবং তাঁদের সিধান্তে কেউ বাধা দিতে পারে না, কারণ এটি তাঁদের একটি প্রাপ্ত অধিকার।
বিচারপতি জেজে মুনির এবং বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়ালের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এদিন এই সিধান্ত জানায়। যখন অভিযোগ ওঠে যে মেয়েটির মামা তাঁকে জোর করে মামার বাড়িতে আটকে রেখেছে। এবং তাঁর স্বামীর বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছিল। যার সমালোচনা করেই এই সিধান্ত জানিয়েছেন হাইকোর্ট।
প্রসঙ্গত ২১ বছর বয়সি ওই যুবতী ২০২৪ সালে এপ্রিল মাসে মুসলিম রীতি অনুযায়ী তাঁর পছন্দের একজনকে বিয়ে করেন। তবে বাড়ির লক এই সিধান্ত মেনে নিতে পারেননি। এবং ছেলেটির বিরুধে অভিযোগ আনলেই শেষমেশ এই রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট।