‘মাসের শেষ রবিবার খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক’ নির্দেশিকা জারি আরবিআই- এর
'All banks will be open on the last Sunday of the month' issued by RBI

The Truth Of Bengal: ব্যাংক সংক্রান্ত বড় ঘোষণা জারি করল আরবিআই। মাসের শেষ রবিবারেও খোলা থাকবে সমস্ত ব্যাংক। 31 মার্চ, ২০২৪ এ দেশের সমস্ত এজেন্সি ব্যাংককে সরকারি কাজের জন্য সব ব্রাঞ্চ খোলা রাখতে হবে এমনই নির্দেশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইটে জানানো হয়েছে, ৩১ শে মার্চ অর্থ বর্ষের শেষ দিন হওয়ার ফলে সেই দিন সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংকগুলি খোলা থাকবে। ২০২৩ থেকে ২৪ অর্থবছের সমস্ত সরকারি লেনদেনের হিসাব করার জন্য এই সিদ্ধান্ত। রবিবার ব্যাংক খোলা থাকার কারণে ১ এপ্রিল ছুটি পাবেন ব্যাংকের কর্মীরা।
All Agency Banks to remain open for public on March 31, 2024 (Sunday)https://t.co/7eI5CZtlh0
— ReserveBankOfIndia (@RBI) March 20, 2024
এবারে মনে প্রশ্ন আসতেই পারে, এজেন্সি ব্যাংক বলতে কোন ব্যাংক গুলির কথা বলা হচ্ছে? আসলে যে সমস্ত ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের দ্বারা স্বীকৃত, সরকারের হয়ে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেনের সাথে যুক্ত, সেই ব্যাংক গুলির কথা বলা হচ্ছে। তাহলে কোন ব্যাংক গুলি এই আওতায় পড়ছে যেগুলি খোলা থাকবে?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ব্যাঙ্ক অব বরোদা
ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র
কানাড়া ব্যাঙ্ক
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
ইন্ডিয়ান ব্যাঙ্ক
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
ইউকো ব্যাঙ্ক
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া