বিমান ও বুলেট ট্রেনের চায়তেও গতি বেশি, রেলের ট্রাকে নয়া বিপ্লব
Airplanes and bullet trains are faster than tea, a new revolution in railway trucks

Truth Of Bengal : একের পর এক নতুন চমক দিচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত আসার পর থেকে ভারতীয় রেল ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। বহু দিন ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বুলেট ট্রেনের জন্য। এতো কিছুর পর এবার অপেক্ষা হাইপার লুপ আসার। এই নয়া ট্র্যাকের কথা আগেই শোনা গিয়েছিল। এবার সেই ট্র্যাক প্রস্তুতির কাজ শেষ হয়ে গেছে। জানা যাচ্ছে আইআইটি মাদ্রাজ রেল মন্ত্রকের সাহায্যে এই ট্র্যাক তৈরি করেছে।
India completes its first 422-meter-long Hyperloop test track
With mass adoption, this high-speed sci-fi project will make it possible to travel 350 km in just 30 minutes pic.twitter.com/q4aeo1uu2X
— RT (@RT_com) February 25, 2025
৪২২ মিটার লম্বা এই ট্র্যাক পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কিনা সন্দেহ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এই ট্র্যাকের একটি ভিডিয়ো। এই ট্র্যাকের নাম “হাইপারলুপ টেস্ট ট্র্যাক”। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন সারা বিশ্বে এই প্রযুক্তির উপর কাজ চলছে। তিনি আরও জানিয়েছেন এই ট্র্যাক বাণিজ্যের জন্য করা হলেও পরে ঠিক করা হবে আদেও এই ট্র্যাক কি কাজে ব্যবহার করা হবে।
এই ট্রাকটি টিউবের দ্বারা তৈরি যার মধ্যে রয়েছে একটি নেটওয়ার্ক। আসলে এই ট্র্যাকের যে ট্রেন চলবে তা মূলত চুম্বকীয় বলের উপর ভিত্তি করে চলবে। এই ট্র্যাকের উপর দিয়ে চালিত ট্রেন ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে চলবে। এই ট্রেনের গতি বিমান এবং বুলেট ট্রেনের চায়তেও অধিক। ভবিষ্যতে বাণিজ্যিক ক্ষেত্রে এই লুপ ব্যবহার করা হলে পরিবহণের গতি আরও বাড়বে বলে আশা ভারতীয় রেলের। এই ট্রেন প্রথম চলাচল করবে বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ের পথে।