দিল্লিতে পিডব্লিউডি সদর দফতরে ‘এয়ার সাইরেন’ পরীক্ষা, উপস্থিত মন্ত্রী পরবেশ ভার্মা
'Air Siren' tested at PWD headquarters in Delhi, Minister Parvesh Verma present

Truth Of Bengal: নতুন করে যুদ্ধ-সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানী দিল্লিতে এয়ার রেইড সাইরেনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইটিও-তে অবস্থিত দিল্লি সরকার পরিচালিত জনপথ উন্নয়ন বিভাগের (PWD) সদর দফতরে পরীক্ষামূলকভাবে চালু করা হল এয়ার রেইড সাইরেন।
সূত্রের খবর, পিডব্লিউডি সদর দফতরে এই সাইরেনের পরীক্ষামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে হাজির ছিলেন দিল্লির পিডব্লিউডি মন্ত্রী পরবেশ ভার্মা। আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি সাইরেন সিস্টেমের কার্যকারিতা খতিয়ে দেখেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দিল্লিতে পিডব্লিউডি সদর দফতরে ‘এয়ার সাইরেন’ পরীক্ষা, উপস্থিত মন্ত্রী পরবেশ ভার্মা pic.twitter.com/A8aLSYdpVj
— TOB DIGITAL (@DigitalTob) May 9, 2025
এই সাইরেনগুলো মূলত শহরবাসীকে সম্ভাব্য বিমান হামলা বা জরুরি পরিস্থিতির আগে সতর্ক করার জন্য ব্যবহৃত হবে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে দিল্লির গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
পিডব্লিউডি সূত্রে জানা গেছে, রাজধানীর আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সাইরেন বসানো হবে এবং সময়মতো পরীক্ষাও চালানো হবে। মন্ত্রী পরবেশ ভার্মা জানান, “নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়।”
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, সাধারণ মানুষকে এই ধরণের পরীক্ষামূলক সাইরেন নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।