air pollution: বায়ু দূষণের কারণে ১০টি শহরে প্রতিদিন মৃত্যু ঘটছে ৭% মানুষের, শীর্ষস্থানে দিল্লি: সমীক্ষা
Air pollution kills 7% daily in 10 cities, Delhi tops: Survey

The Truth Of Bengal : দিনদিন বিশ্বে বায়ু দূষণের মাত্রা যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিশ্বের অনেক জায়গায় বায়ু দূষণের মাত্রা বিপদজনকভাবে বেড়ে যাওয়ায় ভারতের মোট প্রধান ১০ টি শহরে বায়ু দূষণের কারণে দৈনিক মৃত্যুর হার ৭ শতাংশ বেশি। দ্য ল্যানসেট প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে জানা যায়, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, সিমলা এবং বারানসি এই দশটি প্রধান ভারতীয় শহরে ইতিমধ্যেই দৈনিক মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এর দ্বারা PM২.৫ এর মাত্রা জানা যায়। বায়ু দূষণের ফলে দূষণকারী পদার্থ ফুসফুস এবং রক্ত প্রবাহের গভীরে প্রবেশ করতে পারে যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। WHO এর গবেষণায় জানা যায় দিনে বায়ু দূষণের মাত্রা ৯৯.৮% প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের নিরাপদ সীমা অতিক্রম করেছে।
যানবাহন এবং শিল্প থেকে নির্গত ২.৫ মাইক্রোমিটার বা তার কম ব্যাসের কণা নিয়ে গঠিত PM২.৫ হল দিল্লিতে বায়ু দূষণের জন্য দায়ী পদার্থ। গবেষকরা জানিয়েছেন, রাজধানী দিল্লিতে বায়ু দূষণের কারণে প্রায় ১২০০০ মানুষের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ১১.৫ শতাংশ। গবেষণায় জানা যায়, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের ১০ টি শহরে দৈনিক প্রায় ৩৬ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। নয়াদিল্লির এই গবেষণায় অন্তর্ভুক্ত শহরগুলি হল আমেদাবাদ, হায়দ্রাবাদ, কলকাতা, পুনে, সিমলা এবং বারানসি সহ আরো বেশ কয়েকটি শহর। এই গবেষণার জন্য আন্তর্জাতিক দলের বারানসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটির এবং সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল অন্তর্ভুক্ত ছিল। হাভার্ড ইউনিভার্সিটি’র জোয়েল শোয়ার্টজ নামে একজন সহ লেখক জানিয়েছিল, ” আমরা একটু সচেতন হলে প্রতিবছর কয়েক হাজার জীবন আমরা বাঁচাতে পারবো। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদ্ধতি গুলি ইতি মধ্যেই বিশ্বের অন্যান্য দেশে ব্যবহার শুরু হয়ে গিয়েছে এবং তা ভারতেও শুরু করা প্রয়োজন।”
WHO এর গবেষণায় জানা যায়, বায়ু দূষণ সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের নানান গোলযোগ দেখা দিতে পারে।