প্রায় চার মাস বন্দী জীবন কাটানোর পর মুক্তি পেল অগ্নি, বায়ু নামক চিতা
Agni, the cheetah named Vayu, was released after spending almost four months in captivity

The Truth Of Bengal : বন্দী জীবনের সময়সীমাটা নেহাত কম ছিল না। গত অগাস্টের শেষ থেকে ডিসেম্বর। দীর্ঘ প্রায় চার মাস মুক্ত জীবনের স্বাদ থেকে বঞ্চিত থাকে সব চিতারা। তাদের এই বন্দি জাবনের কারণ হিসেবে জানা যায়, পরপর চিতাদের সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা। এদের মধ্যে অন্যতম অগ্নি এবং বায়ু নামের দুই চিতা। যারা এবার শুরু করল মুক্ত জীবনযাপন। রবিবারই এই দুই পুরুষ চিতাকে ছেড়ে দেওয়া হলো কুণোর মুক্ত জঙ্গলে।
সম্প্রতি, চিতা সংক্রান্ত স্টিয়ারিং কমিটির তরফে জানানো হয়েছিল, তাদের মুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা। যেমন কথা তেমন কাজ। রবিবার সকাল সকালই অগ্নি এবং বায়ুকে সফট রিলিজ এনক্লোজার থেকে বের করা হলো। দুটি চিতাকেই কুনোর আহারি ট্যুরিস্ট সাফারি জোনের অন্তর্গত পারান্দ রেঞ্জে ছাড়া হলো। যার জেরে এবার সাফারি করতে গেলে পর্যটকরা হতেই পারেন চিতা বাঘের মুখোমুখি। এমনটা বিবৃতি দিয়ে জানানো হলো বনদফতরের তরফ থেকে।
সূত্রের খবর, রেডিও কলার পরিয়েই দুই পুরুষ চিতা কে কুনোর জঙ্গলে মুক্ত করা হলো। তাদের গতিবিধির উপর নজর রাখা হবে এই রেডিও কলারের মধ্যে দিয়ে। তারপরই সিদ্ধান্ত হবে বাকি আটক চিতাদের জঙ্গলে মুক্ত করা হবে কিনা সেই বিষয়ে।
FREE ACCESS