দেশ

রুশ সফর শেষে দেশে ফিরলেন মোদি, ব্রিকস সামিটে শক্তিশালী ভারত

After his visit to Russia, Modi returned home

Truth of Bengal: রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সামিট সেশ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। বুধবারই দেশে ফেরার উড়ান ধরেন তিনি। বৃহস্পতিবার সকালে পৌঁছন দিল্লি বিমানবন্দরে। বিশ্বের দরবারে ভারেতর গুরুত্ব যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা, নরেন্দ্র মোদির এই সফর থেকেই প্রমাণিত হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয় ষোড়শ ব্রিকস সামিট।

আন্তর্জাতিক এই সম্মেলনে যোগদান করতে মঙ্গলবারই কাজানে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্য রাজকীয় অভ্যর্থধনার ব্যবস্থা করে রাখা হয়েছিল বিমানবন্দরে। তারপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।  আলোচনায় উঠে আসে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ, যুদ্ধক্ষেত্রে যে সমস্যার সমাধান পাওয়া যায় না সেই কথা পুতিনকে মনে করিয়ে শান্তির বার্তা দেন নরেন্দ্র মোদি।

সেইসঙ্গে দিল্লি-মস্কো বন্ধুত্ব আর মজবুত করার আশ্বাস দেন ভ্লাদিমির পুতিন। ব্রিকসের আলোচনায় গাজা যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে  আলোচনায় বসেন ইরানের নয়া প্রেসিডেন্ট। শান্তির পথে ফিরতেই দিল্লির উপর ভরসা রাখতে চাইলেন তিনি। অন্যদিকে এই সম্মেলনে মোদি-জিনপিং বৈঠকের উপরও নজর থাকে আন্তর্জাতিক মহলের।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর চিনের প্রেসিডিন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। গালওয়ান সংঘর্ষের পর দুই রাষ্ট্রপ্রধানের এই মুখোমুখি বৈঠক অত্যন্তই তাতপর্যপূর্ণ। এক কথায় বলতে গেলে শান্তির পথে ফিরতে পুতিনের ভরসা যেমন নরেন্দ্র মোদি, তেমনই ইউক্রেন প্রেসিডেন্টের শান্তির দূতও ভারতের প্রধানমন্ত্রীই।

সেইসঙ্গে ইরান প্রেসিডেন্টও হস্তক্ষেপ চান দিল্লির। রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সামিট শেষে বুধবার রাতেই দেশে ফেরার উড়ানে উঠে বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী। এই সমস্ত বিষয় থেকেই প্রমানিত বিশ্বের দরবারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

Related Articles