দেশ

মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Additional 50 companies of central forces have been deployed to control the turbulent situation in Manipur

Truth Of Bengal: মণিপুরে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দিল্লিতে মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি কোম্পানিতে ১০০ জন সদস্য থাকায় নতুন করে ৫,০০০ জওয়ান মোতায়েন করা হবে।

রাজ্যের পরিস্থিতি গত কয়েক দিন ধরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জিরি নদী থেকে ছ’জনের দেহ উদ্ধারের পর মেইতেই সম্প্রদায়ের বিক্ষোভ বাড়তে থাকে। ইম্ফল উপত্যকাসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে বাহিনী।

২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত মণিপুরকে অস্থির করে রেখেছে। সম্প্রতি জিরিবাম জেলায় মেইতেই পরিবারের সদস্যদের অপহরণের অভিযোগ ওঠে। এর পর সশস্ত্র সংঘর্ষে ১০ জন কুকি জঙ্গি নিহত হয়। কুকি সম্প্রদায়ের দাবি, তারা গ্রামের নিরাপত্তারক্ষী ছিলেন। জিরি নদীতে পাওয়া দেহগুলোর বিষয়ে মেইতেইদের দাবি, তারা অপহৃতরা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি নজরে রাখতে একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনা করছে। এর পাশাপাশি, রাজ্যের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, এনপিপি দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণার পর মুখ্যমন্ত্রী বীরেন সিংহ সোমবার বিজেপি ও শরিক দলের বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলা এবং সরকারের স্থায়িত্ব নিয়ে এই বৈঠকের গুরুত্ব বাড়ছে।

মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনীর এই অতিরিক্ত মোতায়েন কতটা কার্যকর হবে, সেটি এখন দেখার বিষয়।

Related Articles