
The Truth Of Bengal: দলে ব্রাত্য হয়েছেন আগেই। দলে দোর্দান্ডপ্রতাপ হয়ে উঠেছেন মোদি শাহ নাড্ডারা। ‘লৌহপুরুষ’ বলে পরিচিত আদবানি বা পুরনো সৈনিক মুরলি মনোহর যোশীদের ভুলতে বসেছে বর্তমান সময়ের বিজেপি কর্মীরা। এরই মধ্যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে অনুষ্ঠানে যাচ্ছেন না ‘লৌহপুরুষ’ আদবানি।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না লালকৃষ্ণ আদবাণী, মুরলি মনোহর যোশী। ভারতীয় রাজনীতিতে ‘লৌহপুরুষ’ বলে পরিচিত আদবাণী। রাম মন্দির গড়ে ওঠার পিছনে সংঘ পরিবারের এই দুই ব্যক্তির আবেগ জড়িয়ে রয়েছে। অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছিল এদের হাত ধরেই। লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশিদের সেদিনের আহ্বানে সাড়া দিয়ে অযোধ্যায় জড়ো হয়েছিলেন হাজার হাজার করসেবক। তারপর ইতিহাস। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় গড়ে উঠেছে রাম মন্দির। অপেক্ষা এখন উদ্বোধনে। যে মন্দির গড়ে ওঠার পেছনে আদবানি-জোশিদের আবেগ জড়িয়ে রয়েছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না তারাই।
সংঘ পরিবারের এই বর্ষিয়ান ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুজনের কাছেই আমন্ত্রণ পত্র পৌঁছায়। তারা জানিয়ে দিয়েছেন উপস্থিত না থাকার কথা। এই মুহূর্তে আদবানীর বয়স ৯৬ ও মুরলি মনোহর যোশীর বয়স ৯০। অসুস্থতার কারণে তাঁরা থাকবেন না বলে জানিয়েছেন বলে আয়োজকদের দাবি। সত্যিই কি অসুস্থতার কারণে তারা ওই অনুষ্ঠানে যাচ্ছেন না? নাকি অন্য কোন কারণ রয়েছে? প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির ইনিংস শুরু হওয়ার পর থেকে দলে ব্রাত্য হয়ে গিয়েছেন ‘লৌহপুরুষ’ আদবানি থেকে মুরলি মনোহর যোশিদের মতন বর্ষিয়ানরা। দলে দোর্দান্ডপ্রতাপ হয়ে উঠেছেন মোদি শাহ নাড্ডারা। কৌশলে আদবানিদের গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে মনে করেন পুরনো বিজেপি কর্মীদের একটা বড় অংশ। অভিমানেই আদবানি-যোশিরা রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাচ্ছে না বলে মনে করছেন তাঁরা।
Free Access