তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, কুলুতে আটকে প্রায় পাঁচ হাজার পর্যটক
About 5,000 tourists are stuck in Himachal, Kullu due to snowfall

Truth Of Bengal: হিমাচলপ্রদেশের বিস্তীর্ণ অংশজুড়ে চলছে ভারী তুষারপাত। মাঝরাস্তাতেই আটকে পড়েছে বহু পর্যটক। সেখানকার পুলিশ সূত্রে খবর, কেবলমাত্র কুলুর রাস্তাতেই পাঁচ হাজার জনের কাছে পর্যটক আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ। তবে বেশ কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর।
পর্যটক প্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য হিমাচলের কুলু। প্রত্যেক বছর শীত পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ঘুরতে যান বহু মানুষ। তবে চলতি বছর অতিরিক্ত তুষারপাতের কারণে একেবারে সেখানকার পরিস্থিতি হয়ে উঠেছে অন্যরকম। নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যটকদের। ভারী তুষারপাতের জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে কুলুতে। কুলার সোলাং নালা এলাকায় সাড়ি দিয়ে রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশ সূত্রে খবর, সেইসব গাড়ির মধ্যে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ রয়েছেন। রাস্তা থেকে বরফ সরানোর চেষ্টায় স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হতেই আরও কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। তুষারপাতের সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে ভারতের এই রাজ্যে। কুলুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই সমস্ত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ জারি রয়েছে।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত এই কুলুতে চলবে ভারী তুষারপাত। সঙ্গে শৈত্যপ্রবাহ জারি থাকার কথাও জানা যাচ্ছে। চূড়ান্ত ঠান্ডার হাত থেকে এখনই মুক্তি নয় বলেও খবর। তবে আগামী বেশকিছুদিন সমতলেও শৈত্যপ্রবাহের সকর্তকা। পর্যটকদের জন্য আগাম সতর্ক বার্তা দিল মৌসম ভবন।