দেশ

জঘন্য! গেমার ছদ্মবেশে ‘কুয়ারি বেগম’ তরুণদের শেখাচ্ছেন ‘শিশুদের কীভাবে যৌন নির্যাতন করতে হয়’! দেশজুড়ে শোরগোল

Abominable! 'Quari Begum' disguised as a gamer teaches youngsters how to 'sexually abuse children'! Noise across the country

The Truth Of Bengal : ভয়ঙ্কর, জঘন্য কোনও কিছু বিশেষণ উপযুক্ত নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো-তে দেখা যাচ্ছে একজন শেখাচ্ছেন, কী ভাবে শিশুদের যৌন নির্যাতন করতে হয়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শিখা মেত্রে নামে এক মহিলাকে ইউটিউবে একটি লাইভ-স্ট্রিমিং ভিডিয়ো-তে তার অনুগামীদের তা শেখাচ্ছেন।

অনুগামীদের বেশিরভাগই যুবক। ভিডিয়ো-তে ‘কুয়ারি বেগম’ ওই মহিলা তাঁর ফ্যানদের একটি অনুরোধ জানাচ্ছেন কী ভাবে হস্তমৈথুন করতে হয়। যিনি হস্তমৈথুন করার বিভিন্ন কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করেন বলে মনে হচ্ছে। ওই মহিলা জানান, ‘প্রথমে একটি শিশুকে চিহ্নিত করুন। তার মাকে বলুন যে আমি তাঁকে আমার সঙ্গে খেলতে নিয়ে যেতে চাই। তারপরে আপনাকে কেবল বাচ্চাটিকে নিয়ে যেতে হবে এবং কিছু করতে হবে।‘

এরপর তিনি যা বলেছেন সেটা খূবই ভয়ঙ্কর। এই ভাবে অনুগামীদের জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিতে দেখা যায় ‘কুয়ারি বেগম’ নামে পরিচিত শিখা মেত্রে।

শিখা মেত্রে নিজেকে ইউটিউবে একজন গেমার বলে দাবি করেন এবং ‘কুয়ারি বেগম’ একটি চ্যানেল চালান। তবে জানা যাচ্ছে, একজন ইউটিউবার হওয়ার ছদ্মবেশে তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে যৌন, আপত্তিকর এবং অন্ধকার বিষয়বস্তু পোস্ট করেছিলেন। যা কড়া যায় না।

এই ভিডিয়ো সামনে আসার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। নানারকম মন্তব্য করতে থাকেন। একজন লেখেন, ‘আমি পুরো চ্যানেলটি দেখেছি। তাতে গেমিং নেই। আছে যৌন বিষয়বস্তু সম্পর্কে নানা বিষয়। অন্য কিছু নেটিজেন তাদের মন্তব্যে পুলিশকে ট্যাগ করেছে এবং ওই মহিলাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। একজন লেখেন, ‘প্লিজ তাকে শীঘ্রই গ্রেফতার করুন।’ অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান… ইসকো গ্রেফতার করো জিতনা জলদি সম্ভব হো। নইলে ইয়ে ক্যা জিন্দগিয়া লে যায়েগি আপনে সাথ।‘