‘স্ত্রীর সঙ্গে স্বামীর অস্বাভাবিক যৌন সম্পর্ক অপরাধ নয়’: গোয়ালিয়র বিশেষ আদালত
'Abnormal sexual relations between husband and wife not a crime': Gwalior special court

Truth Of Bengal: গোয়ালিয়রের বিশেষ আদালতে এক শুনানির সময় জানানো হয়, স্ত্রীর সঙ্গে স্বামীর অস্বাভাবিক যৌন সম্পর্ক অপরাধ নয়। শুনানির সময় বিশেষ বিচারক বিবেক কুমার অভিযুক্ত পবন মৌর্যকে অস্বাভাবিক কাজ করার অভিযোগ থেকে মুক্তি দেন। তবে, পারিবারিক হিংসতা এবং হামলার অন্যান্য ধারায় তাঁর স্ত্রী যে অভিযোগ করেছেন, তেমনই মামলা চলবে বলে জানানো হয়।
মধ্যপ্রদেশ বিধানসভায় বিরোধীদলীয় নেতা উমঙ্গ সিংহরের মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে আদালত জানিয়েছে, ‘একজন স্বামী-স্ত্রীর মধ্যে যৌন কার্যকলাপ ধর্ষণ নয়। যদি একজন স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে ৩৭৭ ধারায় সংজ্ঞায়িত অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলেও এটিকে অপরাধ হিসাবে আখ্যায়িত করা যাবে না।’
অভিযুক্তের আইনজীবি অজয় দ্বিবেদী বলেন, অভিযুক্ত পবনের বিয়ে হয় ৩০ নভেম্বর ২০২০।
স্ত্রী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে পাদভে মহিলা থানায় একটি এফআইআর দায়ের করেন। যেখানে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী মদ্যপান করে অপ্রাকৃতিক কাজ করেন এবং যৌতুক দাবি করেন। শুধু তাই নয়, যখন সে তা অস্বীকার করে, তখন তাঁকে মারধরও করা হয়। স্বামীর বিরুদ্ধে ৩৭৭ ধারা, যৌতুক হয়রানি আইন, পারিবারিক হিংসা এবং হামলা-সহ অন্যান্য ধারায় দায়ের করা মামলার শুনানি করে বিশেষ আদালত। আদালত স্বামীকে ৩৭৭ ধারার অভিযোগ থেকে ক্লিন চিট দিয়েছে, তবে অন্যান্য ধারায় যথারীতি বিচার চলবে বলে জানানো হয়েছে।