দেশ

রাতেই দিল্লি থেকে মুম্বই ছুটছেন অভিষেক, হঠাৎ কেন ? 

Abhishek is running from Delhi to Mumbai at night

The Truth of Bengal: মাতুশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক অভিষেকের। রাতেই মুম্বাই ছুটে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে বুধবারই দিল্লিতে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেন অভিষেক। প্রথমে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। ৪০ থেকে ৪৫ মিনিট তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিন বিকেলে আপের দুই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসেন। তাদের মধ্যেও দীর্ঘ আলোচনা হয়। এবার শিবসেনা উদ্ধব শিবিরের সঙ্গে বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক তৎপরতা নজর কেড়েছে দিল্লির রাজনৈতিক কারবারিদের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইন্ডিয়া জোটের একের পর এক শরিক দলের নেতৃত্বের সঙ্গে অভিষেকের এই বৈঠক ঘিরে আলোচনা দিল্লির আনাচে কানাচে।

Related Articles