দিল্লি বিধানসভার বাইরে আটকে দেওয়া হল আপ বিধায়কদের, ঢুকলেন শুধু আমানতুল্লাহ
AAP MLAs blocked outside Delhi Assembly, only Amanatullah enters

Truth Of Bengal: দিল্লি বিধানসভার বাইরে এদিন আটকে দেওয়া হল আম আদমি পার্টির বহিষ্কৃত বিধায়কদের। এমনটাই অভিযোগ করল দিল্লির পূর্বতন শাসক দল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড দিয়ে ২১ জন বহিষ্কৃত এএপি বিধায়ককে বিধানসভায় প্রবেশ করতে দেয়নি। শুধুমাত্র আমানতউল্লাহ প্রবেশাধিকার পেয়েছেন।
এ সময় বিধানসভার গেটের বাইরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আপ নেতা আতিশীরও তর্ক হয়ে। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশীও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিজেপি একনায়কতন্ত্রের সমস্ত সীমা অতিক্রম করেছে। দিল্লি বিধানসভার ইতিহাসে এমন কখনও ঘটেনি যেখানে নির্বাচিত বিধায়কদের বিধানসভা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপ নেতা সঞ্জীব ঝা বলেন, ‘এটি আমাদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।’
উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় লেফটেন্যান্ট গভর্নরের ভাষণের সময় হট্টগোল হয়েছিল। স্পিকার ২১ জন আপ বিধায়ককে ৩ দিনের জন্য বরখাস্ত করেছিলেন। স্থগিতাদেশ আরোপ হয় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যেদিন এলজি-র ভাষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেদিন আমানতুল্লাহ অনুপস্থিত ছিলেন, তাই তাঁকে বহিষ্কার করা হয়নি। এদিন যখন তিনি বিধানসভায় পৌঁছন, তখন তাঁকে বিধানসভার কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী বলেন, ‘ক্ষমতায় আসার পর বিজেপির লোকেরা একনায়কতন্ত্রের সীমা অতিক্রম করেছে। জয় ভীম স্লোগান দেওয়ার জন্য আম আদমি পার্টির বিধায়কদের তিন দিনের জন্য সংসদ থেকে বরখাস্ত করা হয়েছে।’ ২৫শে ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় হট্টগোল হয়। লেফটেন্যান্ট গভর্নরের ভাষণের সময় এই হট্টগোল হয়। দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তা বলেছেন, উপ-রাজ্যপালের ভাষণের সময় আপ বিধায়করা অত্যন্ত অসাংবিধানিক আচরণ করেছেন। সংসদের মর্যাদা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁদের (আপ বিধায়কদের) আচরণ নিন্দনীয়। এই স্থগিতাদেশ ২৫, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারির তিনটি সভার জন্য বৈধ।
একই সময়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দিল্লির বিরোধী দলনেতা আতিশী বলেছিলেন, ‘বিজেপি সমস্ত অফিসে ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগিয়েছে। বিজেপি কি মনে করে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের চেয়ে বড়? যখন আমরা বিধানসভায় ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের নামে স্লোগান তুলি, তখন আপ বিধায়কদের বহিষ্কার করা হয়। যখন বিজেপি বিধায়করা মোদিজির সমর্থনে স্লোগান তুললেন, তখন তাঁদের স্পর্শও করা হল না। এর মানে হল বিজেপি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি ঘৃণা করে এবং তাঁর নাম ঘৃণা করে। দেশের মানুষ এই অহংকারের জবাব দেবে।’