দেশ

দুষ্কৃতীদের গুলিতে নিহত পাঞ্জাবের আপ নেতা, তদন্তে পুলিশ

AAP Leader of Punjab shot dead by miscreants, police investigating

Truth Of Bengal: পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল আম আদিম পার্টির কৃষক নেতার। এ বছরের পাঞ্জাবের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি শুরু করেছিল ওই কৃষক নেতা। কিন্তু তার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাব রাজনীতিতে। জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন কৃষক নেতা। সেই সময় আচমকাই গুলি চালায় দুষ্কুতীরা। কে বা কারা ওই কৃষক নেতাকে গুলি চালিয়ে খুন করল কৃষক নেতাকে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর সোমবার খেতের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তারলোচন সিং নামের ওই কৃষক নেতা।সেই সময় আচমকাই দুষ্কৃতীরা কৃষক নেতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো শুরু করে। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষক নেতার ছেলে হরপ্রীত সিংহ।বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। সকলে মিলে তারলোচন সিং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় কৃষক নেতার ছেলে দাবি করেন রাজনৈতিক শত্রুতার কারনে তাঁর বাবাকে খুন করা হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় পুলিশ সুপার সৌরভ জিন্দল জানিয়েছেন, কৃষক নেতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দখেছে পুলিশ।শিঘ্রয় হামলাকারিদের ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি মঙ্গলবার থেকে রুট মার্চ শুরু করেছে পুলিশ।

Related Articles