দেশ

কোচিং সেন্টারে রাশ টানতে নয়া আইন আনছে আপ সরকার

AAP government was reeling after the death of three students after water entered the basement of the coaching in Delhi

The Truth of Bengal: দিল্লিতে কোচিংয়ের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর পর নড়েচড়ে বসল আপ সরকার। কোচিং সেন্টারগুলির ওপর কড়া নজর রাখার কথা জানিয়েছেন দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা। যে কোনও জায়গায় কোচিং সেন্টার গড়ে তোলার প্রবণতায় রাশ টানার কথা বলা হয়েছে দিল্লি সরকারের তরফে। তার জন্য এবার আইন আনতে চলেছে দিল্লির আপ সরকার। জানিয়েছে মন্ত্রী অতিশী মারলেনা।

বেআইনি ভাবে ব্যবহারের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি বেসমেন্ট। ইতিমধ্যে অভিশপ্ত কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরের সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পালা চলছে। এই ঘটনার পর দিল্লির নিকাশি ব্যবস্থার দিকে নজর দিয়েছে প্রশাসন। ফাঁকা করে দেওয়া হয়েছে ফুটপাত।

উল্লেখ্য, গত রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল দিল্লিতে। রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছিল তিন পড়ুয়ার। ওই কোচিং সেন্টারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বেসমেন্টে থাকা লাইব্রেরিতে সেই সময় তাঁরা পড়াশোনা করছিলেন। আচমকা জল ঢুকে যায় ওই বেসমেন্টে। জলমগ্ন হয়ে পড়েন অনেকেই। কয়েকজনকে উদ্ধার করা গেলেও মারা যান তিন পড়ুয়া।

দিল্লির এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক কাজিয়া। প্রশ্নের মুখে পড়ে দিল্লির আপ সরকার। এমন পরিস্থিতির মাঝে দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, কোচিং সেন্টারগুলিতে অনিয়ম হলেই এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য কড়া আইন আনতে চলেছে আপ সরকার। নজর রাখা হবে অন্য কোচিং সেন্টারগুলিতে।

Related Articles