
The Truth Of Bengal, Mou Basu : আরও সহজ হল আধার কার্ডের আপডেট সংক্রান্ত নিয়ম। বদলে গেল আধার কার্ডের আপডেটের নিয়ম। এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে Unique Identification Authority of India (UIDAI)। এবার থেকে আধার এনরোলমেন্ট কেন্দ্রে সশরীরে গিয়েও যেমন আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। তেমনই ঘরে বসেও ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করা যাবে। এবার থেকে আধার কার্ডের আপডেটের জন্য বিভিন্ন রকমের আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনকারীদের। ২০১৬ সালের আধার কার্ডের নিয়মে শুধু আধার কার্ডের ঠিকানা সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট অনলাইনে করা যেত। বাকি তথ্য আপডেট করতে আধার এনরোলমেন্ট কেন্দ্রে সশরীরে গিয়ে করতে হত।
কিন্তু নতুন নিয়মে এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। এখন মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট মারফত অনলাইনে তথ্য আপডেট করা যাবে। নতুন নিয়মে বলা হয়েছে, ১ নম্বর আবেদনপত্রের মাধ্যমে আধার কার্ডের জন্য নাম নথিভুক্তির জন্য আবেদন করা যাবে। আধার কার্ডের ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করতেও এই ১ নম্বর আবেদনপত্র পূরণ করতে হবে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী বয়সের প্রমাণপত্র না দিতে পারেন তাহলে তাঁর আধার কার্ডে শুধু আবেদনকারীর দেওয়া জন্মের সাল-ই লেখা থাকবে। তবে যদি পুরো জন্মতারিখ ও জন্মসাল আধার কার্ডে চাইলে সে সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
অনাবাসী ভারতীয়দের বৈধ ইমেইল আইডি দিতে হবে। ভারতীয় মোবাইল নম্বর না দিলে কোনো এসএমএস পাঠানো হবে না। পরিচয়পত্র হিসাবে বৈধ ভারতীয় পাসপোর্ট দিতে হবে। অনাবাসী ভারতীয়রা যদি ঠিকানার প্রমাণপত্র দেন তাহলে ২ নম্বর আবেদনপত্র পূরণ করতে হবে। ৫-১৮ বছর বয়সি নাবালকদের আধার কার্ডের নথিভুক্তি বা আপডেটের জন্য ৩ নম্বর আবেদনপত্র পূরণ করতে হবে। ৫ বছরের কম বয়সি ভারতীয় শিশুদের জন্য লাগবে ৫ নম্বর আবেদনপত্র। অনাবাসী ভারতীয় শিশুদের জন্য লাগবে ৬ নম্বর আবেদনপত্র।
FREE ACCESS