দিল্লির এক হোটেলে যুবককে নিগ্রহ! সাংবাদিকের সাহায্যে পুলিশ শুরু করল তদন্ত

The Truth Of Bengal: মঙ্গলবার দিল্লির এক সস্তার হোটেলে একজন পুরুষকে নিগ্রহের খবর আসছে সোশ্যাল মিডিয়া মারফত। যেখানে বলা হচ্ছে যে, দিল্লির পাহাড়গঞ্জ এলাকার হোটেলে একজন সাংবাদিকের বন্ধু, সেই হোটেলে কনফারেন্স এর যাওয়ার পূর্বে ফ্রেশ হওয়ার জন্য রুম বুক করেছিলেন। এবং সেখানেই কনফারেন্স থেকে ফেরার পর চার-পাঁচ জন পুরুষদের দল সেই যুবক’কে ঘিরে ফেলে এবং কিছু বোঝার আগেই একজন নগ্ন বেশে থাকা মহিলা যুবকের সঙ্গে ছবি তুল নেন ওই বাকিদের সহায়তায়।
DO NOT BOOK CHEAP HOTELS IN PAHARGANJ, DELHI
Got a frantic call from a friend. Her colleague who was in Delhi for a conference near Paharganj booked a cheap hotel because he had to just keep his luggage and go for a conference
After his work when he came back to hotel to pick…
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) April 23, 2024
ভিকটিম এতক্ষণে সবটা বুঝতে পারেন যে তাঁকে কোনও ভাবে ফাঁসানো হচ্ছে এবং তিনি সাহস করে পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে সেখানেই হামলাকারীরা যুবক’কে নিগ্রহ করতে শুরু করেন। সঙ্গে ভিকটিমের থেকে ১৫০০০ হাজার টাকা মুক্তিপনের দাবী’ও করেন তারা। এই ঘটনার কথা সাংবাদিক দীপিকা তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যার জেরে শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। এদিন প্রথমে কোনও লিখিত অভিযোগ পুলিশের তরফ থেকে না নেওয়া হলে, পুলিশ যে এই ঘটনার সঙ্গেই যুক্ত রয়েছে সে অনুমান করছিলেন দীপিকা। এবং এদিন তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, ভ্রমণকারীদের রিজার্ভেশন করার আগে হোটেল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা এবং যাচাই করার পরেই যেন সেখানে গিয়ে ওঠেন!
Update : I have been contacted by @DelhiPolice @DCPCentralDelhi on this matter. They’ve extended all support & taking it seriously. Whether cop who was with goons is a real cop or not is a matter of investigation. Have connected the victim with senior officers.
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) April 23, 2024
তবে পরবর্তী পোস্টে দীপিকা’কে বলতে দেখা গিয়েছিল যে এই বিষয়ে দিল্লি পুলিশের সাথে তিনি যোগাযোগ করেছেন। এবং তিনি এও বলেন যে, সমস্ত সাহায্য আপাতত পুলিশ করছেন এবং তারা বিষয়টিকে গুরুত্ব সহকারেই দেখছেন।