রাজৌরীর জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা
A terrible fire in the forest of Rajouri! Foresters control the fire

The Truth Of Bengal : ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে জম্মুর রাজৌরীর জঙ্গলে। এই বিধ্বংসী আগুনে ধরশীভূত জঙ্গলের একাংশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা এবং বনকর্মীরা।
জানা যায়, বুধবার সকালে জম্মুর রাজৌরীর নৌসেরার জঙ্গলে তীব্র গরমের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে দৌড়ে আসেন বনকর্মীরা। এরপর ঘটনার ফলে পৌঁছে প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। যদিও এখনো বেশ কিছু জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায় চিন্তায় স্থানীয় প্রশাসন। এই অগ্নিকাণ্ডের সেভাবে কোন ক্ষয়ক্ষতি হয়নি তবে বহু পশু পাখির মৃত্যু হয়েছে।
#WATCH | Rajouri, J&K: Forest department and locals try to douse the fire that broke out in the forests of Nowshera. pic.twitter.com/7fn4S8eovq
— ANI (@ANI) June 5, 2024
স্থানীয়দের অনুমান, তীব্র দাবদাহের কারণে না হলে কারোর অসাবধানতার কারণেই হয়তো এই ঘটনাটি ঘটেছে। তবে আসলে ঠিক কি কারনেই ঘটনাটি ঘটলো তার সম্পূর্ণ তথ্য শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে হিমাচল প্রদেশের একটি জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল। আর এই অগ্নিকাণ্ডের আসল কারণ ছিল স্থানীয়দের অসাবধানতা। এই অসাধারণতার কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছিল জঙ্গলের একাংশ। তারপর রাজৌরি বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, ” জঙ্গল চত্বরে নজরদারি আরো বাড়ানো হবে।”