দেশ

প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক, নাইজেরিয়ার ‘GCON’ সম্মান পেলেন মোদি

A new feather in the Prime Minister's crown, Modi receives Nigeria's 'GCON' honour

Truth Of Bengal: নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশাল সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছে। তাঁকে দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্রেড কমান্ডার অফ দ্য অর্ডার নাইজার’ (GCON)। এর আগে, শুধুমাত্র ইংল্যান্ডের রানি এলিজাবেথ এই সম্মান লাভ করেছিলেন, অর্থাৎ মোদি হলেন দ্বিতীয় বিদেশি নাগরিক যিনি এই সম্মান পেলেন।

এই সফরের উদ্দেশ্য ছিল জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ, যা ১৮-১৯ নভেম্বর ব্রাজিলের রিও দে জেনেইরোতে অনুষ্ঠিত হবে। তবে ব্রাজিল যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি প্রথমে নাইজেরিয়া গিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে ১৭ বছর পর এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রনেতা নাইজেরিয়াতে পা রাখলেন।

নাইজেরিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদিকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয়। প্রথমেই তাঁকে অবুজা শহরের চাবি উপহার দেওয়া হয়। পরে, তাঁকে ‘গ্রেড কমান্ডার অফ দ্য অর্ডার নাইজার’ সম্মানে ভূষিত করেন প্রেসিডেন্ট টিনুবু। সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি এটি আমার দেশের ১৪০ কোটি জনগণের জন্য উৎসর্গ করছি। আমি আশা করি, দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।”

এর পর, প্রধানমন্ত্রী ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে জি২০ সম্মেলন। এরপর ১৯ থেকে ২১ নভেম্বর গায়ানা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। গায়ানাতে তিনি দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ ছাড়াও প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানে ভাষণ দেবেন। ১৯৬৮ সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানায় সফর করছেন।

Related Articles