মাঙ্কিপক্স নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে জারি হাই আল্যার্ট, বসানো হল মাঙ্কিপক্স টেস্টিং কিয়স্ক
A Monkeypox testing kiosk has been set up at Bangalore's Kempegowda International Airport

Truth of Bengal: সাম্প্রতিক সময়ে বিশ্বের কিছু দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে মাম্কি পক্স।আর সেইসব দেশ থেকে আসা মানুষজনের মধ্যে এই রোগের লক্ষ্মণ ধরা পড়ায় বেশ সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণের সম্ভাবনা রোধ করতে এরমধ্যে কয়েকজনকে নিভৃতবাসে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে বেঙ্গালুরু বিমানবন্দরে বিমানযাত্রীদের মধ্যে এই সংক্রমিত রোগের আভাস মেলে। আফ্রিকার দেশগুলো থেকে আগত যাত্রীরা বেশি এই মাম্কি পক্সে আক্রান্ত হচ্ছেন বলে সন্দেহ। তাই ঝুঁকি না নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে তৈরি করা হয়েছে কিয়স্ক। যাঁদের এই রোগ ধরা পড়ছে তাঁদের অন্ততঃ ২১দিন নিভৃতবাসে পাঠানো হচ্ছে। হরিয়ানার এক ব্যক্তি,যিনি এই রোগে সংক্রমিত হয়েছিলেন,তাঁর অবস্থা স্থিতিশীল। গত ১৪অগাস্ট,বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে ঘোষণা করে।
কোভিড মহামারীর সময় যেভাবে বিদেশ থেকে আসা যাত্রীদের নিয়মিত পরীক্ষা করা হত,সেভাবেই এখন বেঙ্গালুরু বিমানবন্দরে বাইরের দেশ থেকে আসা মানুষজনদের টেস্ট করা হচ্ছে। যদি কারুর শরীরে এই মাম্কি পক্স ধরা পড়ে তবে তাঁদের নিভৃতবাসে পাঠানো হচ্ছে বাধ্যতামূলকভাবে। কোনওরকম ঝুঁকিই নিতে চাইছে না কর্ণাটক প্রশাসনের মতোই বিমান বন্দর কর্তৃপক্ষ। বেঙ্গালোর আন্তর্জাতিক বিমান বন্দরের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছেন,বিমানযাত্রীদের নিখুঁতভাবে স্ক্রিনিং করা হচ্ছে।যদি কারুর শরীরে তাপমাত্রা বৃদ্ধি বা সমস্যা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে তাঁকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যাতে মাম্কি পক্সের মতো বদব্যধি আর না ছড়ায় এদেশে। কার্যতঃ বিমানবন্দরে হাইএলার্ট জারি করা হয়েছে।
এই রোগ নিরুপণ ও রোগ নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মধ্যে হরিয়ানায় ২৬বছর বয়স্ক ব্যক্তির শরীরে এই রোগের ভাইরাস ধরা পড়ায় বাড়তি সতর্ক এদেশের সরকার। সেই ব্যক্তিকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। তাতে কিছুটা স্বস্তি মিলছে। এক্ষেত্রে ক্লেড আইবি স্ট্রেন জাতীয় ভাইরাস না মেলায় এদেশের স্বাস্থ্য মন্ত্রক কিছুটা স্বস্তিতে।কারণ উল্লেখিত ভাইরাস ভীষণ বিপদজনক। জনজীবনে ছড়িয়ে পড়লে তার ক্ষতিকর প্রভাব দেখা যায়। বিপন্ন হতে পারে সমাজের কিছু মানুষের জীবন। তাই রোগ যাতে দ্রুত না ছড়িয়ে পড়ে,তাই শুরু থেকেই সতর্কতা অবলম্বন করেছে এদেশের স্বাস্থ্য মন্ত্রকের মতোই বিমানবন্দর কর্তৃপক্ষ।
গত ১৪ অগাস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাম্কিপক্সকে স্বাস্থ্যের জরুরি অবস্থা বলে উল্লেখ করে। তাই হু-র সতর্কবার্তা মেলার পর পাকিস্তানও সতর্ক। জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেও এক বিমানযাত্রীর এই ভাইরাস ধরা পড়ে।আশা করা হচ্ছে এদেশে এই রোগ অচিরেই নিয়ন্ত্রণে চলে আসবে।