খুনের চেয়েও বড় অপরাধ, মোটা অঙ্কের জরিমানা! গাছ কাটা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
A bigger crime than murder, a hefty fine! Supreme Court on felling of trees

Truth Of Bengal: বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন নিয়ে উদ্বেগ বাড়ছে, কিন্তু মানুষ যেন নির্বিকার! উষ্ণায়নের সঙ্গে সঙ্গে বনাঞ্চল ধ্বংসের ঘটনা বাড়লেও, তা রুখতে কার্যকর ব্যবস্থা নিতে অনেকটাই দেরি হচ্ছে। এমন পরিস্থিতিতে সংরক্ষিত এলাকায় গাছ কাটার এক মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা, “বিপুল গাছ কেটে ফেলা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ!”
বিতর্কিত ঘটনাটি ঘটেছে আগ্রার তাজমহলের নিকটে, যেখানে ‘তাজ ট্র্যাপিজিয়াম জোন’ নামে পরিচিত প্রায় ১০,৪০০ বর্গ কিলোমিটার এলাকা সবুজে ঘেরা। এই অঞ্চলটি তাজমহলকে দূষণের হাত থেকে রক্ষা করতে গঠিত হয়েছিল। অথচ, সম্প্রতি শিবশঙ্কর আগরওয়াল নামে এক ব্যক্তি ৪৫৪টি গাছ কেটে ফেলেছেন!
এই ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ কড়া মন্তব্য করেন। তাঁরা জানান, “এই গাছগুলোর পরিবেশগত উপকার পুনরুদ্ধার করতে ১০০ বছর লেগে যাবে!” অথচ, অভিযুক্ত ব্যক্তি গাছ কাটার আগে কোনও অনুমতি নেননি!
এই অপরাধের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শিবশঙ্কর আগরওয়ালকে গাছপিছু ১ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে, অর্থাৎ মোট ৪.৫৪ কোটি টাকা! আদালতে অভিযুক্তের আইনজীবী জরিমানা কমানোর অনুরোধ করলেও, সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে।
সুপ্রিম কোর্ট ২০১৯ সালে এই ‘তাজ ট্র্যাপিজিয়াম জোন’ গঠনের নির্দেশ দেয়, যাতে তাজমহলকে দূষণ থেকে রক্ষা করা যায়। নিয়ম অনুযায়ী, এই এলাকায় যেকোনো গাছ কাটতে সরকারি অনুমতি প্রয়োজন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি এই নিয়মের তোয়াক্কা না করেই নির্বিচারে গাছ কেটেছেন।
এমন এক সময়, যখন বিশ্বজুড়ে উষ্ণায়ন বাড়ছে, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে গাছ কাটা শুধু পরিবেশের ক্ষতি করে না, মানবসভ্যতাকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই মামলার রায় কি ভবিষ্যতে অন্যদের সতর্ক করবে? সময়ই দেবে তার উত্তর!