অশক্ত শরীরে হামাগুড়ি দিয়ে ভাতা আনেন বৃদ্ধা! শুরু নিন্দার ঝড়, ভাইরাল ভিডিয়ো
80-year-old woman was forced to crawl nearly 2 km to collect pension

Truth Of Bengal : নমনীয় শরীর, শক্তি নেই চলাফেরা করার। কোন রকমে হাটু কে মরে হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন তিনি। তিনি কে? নাম, পাথুরী দেউরি। বাড়ি ওড়িশার কেওনঝড়ে। বয়স ৮০। প্রায় প্রত্যেক মাসেই দুই কিমি পথ হামাগুড়ি দিয়ে পেনশন আনতে পঞ্চায়েত অফিসে হাজির হন তিনি। পেনশনের টাকাতেই চলে সংসার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা দিয়েছে, এক বৃদ্ধা হাঁটু মুড়ে বসে দুহাতে ভর দিয়ে কোনরকম রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন। এই ভিডিওটি সিদ্ধান্ত আনন্দ নামে এক ব্যক্তি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ( ভিডিওটির সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল) তবে ভিডিওটি দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
প্রতিমাসে এতটা কষ্ট সহ্য করে পঞ্চায়েত দফতরে ভাতা আনতে হাজির হন ওই বৃদ্ধা। বৃদ্ধার বাড়ি রাইসুয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায়। টাকা আনতে তিনি প্রতিমাসে তেলকই গ্রামে উপস্থিত হন।
80-year-old woman was forced to crawl nearly 2 km to panchayat office in Telkoi block of Odisha’s Keonjhar to collect her old-age pension, despite a government directive to deliver the allowances to homes of elderly and disabled beneficiaries.@CMO_Odisha @BJP4Odisha… pic.twitter.com/DbtXXIrU74
— Siddhant Anand (@JournoSiddhant) September 24, 2024
বয়স্ক মানুষদের বাড়ি বাড়ি ভাতা পৌঁছে দেওয়ার মত সরকারি নির্দেশ থাকার সত্বেও এই বৃদ্ধাকে টেনশন আনতে প্রতি মাসে কেন দফতরের হাজির হতে হয় তাই নিয়েই উঠেছে সমালোচনার ঝড়। অভিযোগ, বৃদ্ধার বাড়িতে পেনশন তুলে দিতে কোন সরকারি আধিকারিক আসেননি। সংবাদ মাধ্যমকে ঐ বৃদ্ধা জানান, পঞ্চায়েত আধিকারিক নাকি তাকে প্রতি মাসে দপ্তর থেকে পেনশন সংগ্রহ করা নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর একেবারে নড়ে চড়ে বসে প্রশাসন। রাইসুয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, পঞ্চায়েত আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে বৃদ্ধার বাড়িতে প্রতি মাসে ভাতা যেন পৌঁছে দেওয়া হয়।