দেশ

গুণমানে ফেল নামী ব্রান্ডের ৭৮ টি ওষুধ, মানোত্তীর্ণ নয় বলে দুষলো কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা

78 brand name medicines fail in quality

Bangla Jago Desk : হাজারখানেক ব্র্যান্ডের নমুনা পরীক্ষায় ফেল করলো নামী ব্র্যান্ড-সহ মোট ৭৮টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। যে সব ব্র্যান্ডের নির্দিষ্ট একটি বা একাধিক ব্যাচ মানোত্তীর্ণ হয়নি, তার মধ্যে রয়েছে গ্যাস-অম্বল ঠেকানোর ওষুধ প্যান্টাপ্রাজ়োলের বিখ্যাত একটি ব্র্যান্ডও।

বাকি ওষুধগুলির মধ্যে পরিচিত মাল্টি-ভিটামিন, অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ মন্টিলুকাস্ট-লিভোসেট্রিজিন কম্বিনেশন, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ টেলমিসার্টান ও টেলমিসার্টান-অ্যাম্লোডিপিন কম্বিনেশন, নার্ভের ওষুধ প্রেগাবালিন, মৃগীর ওষুধ সোডিয়াম ভ্যালপোরেট, ব্যথানাশক অ্যাসিক্লোফিন্যাক-প্যারাসিটামল-সেরাশিওপেপটিডেজ় কম্বিনেশন, অ্যান্টিবায়োটিক সেফপোডক্সিম, হার্টের ওষুধ ডিলটিয়াজেম ইত্যাদি। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বাজার থেকে র‍্যান্ডম পদ্ধতিতে যে ১০০৮টি ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেগুলির মান পরখ করেই এই ফল মিলেছে।

এর মধ্যে অবশ্য ৯৩০টি পাশ করেছে। কিন্তু গুণগত মানের বিচারে ফেল করেছে ৭৮টি ওষুধ। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পরিভাষায়, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। নমুনাগুলি পরখ করা হয়েছিল চণ্ডীগড়, কলকাতা, মুম্বই ও গুয়াহাটির চারটি কেন্দ্রীয় ড্রাগ ল্যাবরেটরিতে। তবে নমুনায় কোনও জাল ওষুধের খোঁজ মেলেনি বলে স্বস্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা।

 

FREE ACCESS