দেশ

মণিপুরে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার ৬ মাদক পাচারকারী সহ ৪ পোস্ত চাষি

6 drug traffickers, 4 poppy farmers arrested in Manipur on drug trafficking charges

Truth Of Bengal: রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর মণিপুরে নিরাপত্তা বাহিনীর টহলদারি আরও জোরাল হয়েছে। যার জেরে প্রতিনিয়ত ধরা পড়ছে জঙ্গি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। পাশাপাশি সীমান্তবর্তী রাজ্য হওয়ায় মণিপুরকে মাদক পাচারের আঁতুড় ঘর মনে করা হত।

নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে মাদক পাচারের বিরুদ্ধেও। সম্প্রতি ধরা পড়েছে বেশ কিছু মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি। নিরাপত্তাবাহিনী মাদক চোরাচালানকারী এবং জঙ্গিদের বিরুদ্ধে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। সোমবার সকালে পুলিশ ছয়জন মাদক ব্যবসায়ী এবং চারজন আফিম চাষিকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, পোস্তর বীজ থেকে তৈরি হয় আফিম-সহ নানা মাদক। তাই পোস্ত চাষের অনুমতি সব জায়গায় নেই। বেআইনিভাবে এই চাষ করা হয়। মণিপুরের বেশ কিছু জায়গায় অবৈধভাবে এই চাষ হয়ে থাকে। এরকমই চাষ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে দুই জঙ্গিকেও গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী।

কাংপোকপি জেলা থেকে ছয়জন মাদক ব্যবসায়ী এবং চারজন পোস্ত চাষিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা হলেন খাইখাও কিপগেন ওরফে জন (৪০), লেটগৌমাং টাউথাং ওরফে আমন (৩৩), আবি বড়াল (২৮), জিতেন খারকা (২২), এল এইচ রানিরো (৪২) এবং লিয়া চাও (৪৪)। তাদের কাছ থেকে ১৭৪টি সাবানের বাক্সে লুকানো ব্রাউন সুগার এবং একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে, অবৈধ পোস্ত চাষে জড়িত থাকার অভিযোগে কাংপোকপি জেলার সোংজাং গ্রাম থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, জাংগোলেন কিপগেন (৪১), লেটগিনলাল কিপগেন (৪১), কামগিনলেন কিপগেন (২৫) এবং থাংমিনলেন কিপগেন (৩৪)।

অন্যদিকে, দু’টি জেলায় নিষিদ্ধ কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) সংগঠনের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার নিরাপত্তা বাহিনী জিরিবাম জেলার নিংসিংখুল থেকে থোইদাম সুরেশ সিং ওরফে লেম্বা (৩৪) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে। সংগঠনের আরেক জঙ্গির নাম সালাম মালেমাঙ্গানবা সিং ওরফে ওয়াংলেন (২৩)। শনিবার বিষ্ণুপুর জেলার উপোকপি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, টেংনোপাল জেলার মোলনম-সেনাম এলাকা থেকে প্রচুর পরিমাণে আইইডি, অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। আইইডি ছাড়াও, তিনটি দেশীয় ভারী মর্টার লঞ্চার, দু’টি ৭.৬২ মিমি এবং ৭.৬৫ মিমি দেশীয় পিস্তল এবং ম্যাগাজিন, চারটি একে-৪৭, ছয়টি এসএলআর এবং ছয়টি ১২ বোরের কার্তুজ এবং ২০০ গ্রাম গানপাউডার বাজেয়াপ্ত করা হয়েছে। নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, আইইডিটি ধ্বংস করা হয়েছে এবং বাকি অংশগুলি টেংনোপাল থানায় জমা করা হয়েছে।

Related Articles