
Truth Of Bengal: গুজরাটের ভরুচ জেলার জম্বুসর-আমোদ সড়কে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার খবর মঙ্গলবার পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন চারজন।
জম্বুসরের থানার ইনস্পেক্টর এভি পনামিয়া জানিয়েছেন, দুর্ঘটনাটি সোমবার রাত প্রায় ১১টার সময় মগনদ গ্রামের কাছে ঘটে। ভেদাচ গ্রামের দশজন বাসিন্দা একটি ব্যক্তিগত ভ্যানে শুক্লাতীর্থের দিকে যাচ্ছিলেন। মগনদ গ্রামের কাছে রাস্তার বাম লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন জয়দেব গোহিল (২৩), সরস্বতী গোহিল (২১), হংসা যাদব (৩৫), সন্ধ্যা যাদব (১১), বিবেক গোহিল (১৬), এবং কীর্তি গোহিল (৬)। আহতদের জম্বুসরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৫ ও ২৮৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হচ্ছে।