হরিদ্বারে ইটভাটার দেওয়াল ধসে মৃত ৬, শুরু হয়েছে উদ্ধারকাজ
6 dead in brick kiln wall collapse in Haridwar, rescue operation has started

The Truth Of Bengal: হরিদ্বারে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা। ইটভাটার দেওয়াল ধসে মৃত্যু হল ৬ জন শ্রমিকের। বেশ কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে একই কারণে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এর মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
হরিদ্বারে ইটভাটায় মর্মান্তিক ভয়ংকর দুর্ঘটনা। উত্তরাখণ্ডের রুরকিরি এলাকার ঘটনা। ইটভাটার দেওয়াল ধসে মৃত্যু হল ৬ জন শ্রমিকের। দূর্ঘটনায় বেশ কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানাগয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এর মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে মঙ্গলবার সকালে শ্রমিকার রোজ দিনের মত ইটভাটায় কাজ করছিল। সেই সময় হঠাৎই ইটভাটার দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিছু বোঝার আগেই ইটভাটায় কর্মরত শ্রমীকদের উপর পড়েযায় দেওয়াল।
খবর জানাজানি হতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকেও। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার কাজে ব্যাবহার করা জেসিপি মেসিন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৬ জন শ্রমিকের মৃতদেহ। জীবিত ৩ জন শ্রমিককে উদ্ধার করা গেলেও তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করছে স্থানীয়রা। মৃতদের বেশিরভাগ স্থানীয় বলে জানা গিয়েছে।
Free Access