দেশ

বজ্রাঘাতে ৫১ জনের মৃত্যু, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

51 people die in lightning strikes, urgent action ordered

Truth Of Bengal: উত্তরপ্রদেশের ঝর-বৃষ্টিতে  ও বজ্রাঘাতে ৫২ জনের মৃত্যু। বুধবার থেকেই  ঝড়বৃষ্টি শুরু হয়েছে বেশকিছু জেলাতে। মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে আবহাওয়ার এই পরিস্থিতি। সমগ্র পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা স্থানীয় প্রশাসনকে নজরদারির নির্দেশ দেয় যোগী প্রশাসন। মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা সহ, কৃষকদের ফসলে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মৌসম ভবন সূত্রে জন যায়, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল পঞ্জাবের উপর।

যার কারণে ঘণ্টায় ৬০-১০০ কিলোমিটার বেগে উত্তরপ্রদেশের কিছু অংশে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয়। সোমবার পর্যন্ত এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানা যায়। প্রাকৃতিক বিপর্যয় সহ মোট ১৮ টি জেলাতেই ঘটেছে প্রাণহানির ঘটনা। ক্ষতি হয়েছে একাধিক সম্পত্তির। মোট ৫১ জন মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হয় বলে খবর। এর জন্য সমস্ত ব্যবহার গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

সূত্রের খবর, ঝড়ের জেরে প্রচুর সংখ্যক তোতাপাখির মৃত্যু হয়েছে ঝাঁসি জেলার সিংহার গ্রামে। স্থানীয়রা জানাচ্ছেন, মন্দিরের কাছেই ছিল একটি বড় গাছ। সেখানেই বসে থাকতো প্রচুর সংখ্যক তোতাপাখি। আচমকাই প্রচণ্ড ঝড়ের কারণে গাছের একাধিক ডালপালা ভেঙে পড়ার জন্য বহু তোতাপাখির মৃত্যু হয়। জেলা বনদফতর সূত্রে খবর, তোতাপাখির মৃত্যুর সংখ্যা ৭০। আহতের সংখ্যা ৩০।

Related Articles