
Truth Of Bengal: একটা ধর্মীয় উৎসব ঘিরে এত মানুষের সমাহার! চলতি মহাকুম্ভে যে ভক্ত সমাগম হয়েছে তার সংখ্যা আমেরিকা এবং কানাডার মোট জনসংখ্যার সমান। পুণ্যার্থীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। যা বিশ্বরেকর্ড। নিজেদের চখে তা দেখতে এখন প্রয়াগরাজে আছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর প্রতিনিধিরা। ভিড়ের নিরিখে প্রতিদিনই কুম্ভ নিজের রেকর্ড ভাঙছে।
বৃহস্পতিবার পর্যন্ত স্নান করেন ৪৯.১৪ কোটি পুণ্যার্থী। শুক্রবার সেই সংখ্যা পার হয়ে যায় ৫০ কোটি। যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। এখনও আরও একটি শাহি স্নান বাকি আছে। সেদিনও বহু মানুষ স্বান করতে পারেন। ফলে পুণ্যার্থীর মোট সংখ্যা শেষপর্যন্ত কথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনার বাইরে। বিশ্বের যত বিখ্যাত মেলা বা ধর্মীয় উৎসব আছে, সেই সব অনুষ্ঠানকে ভিড়ের নিরিখে হারিয়ে দিল মহাকুম্ভ। এবার মহাকুম্ভমেলা যে রকর্ড তৈরি করেছে সেটা অন্য সকল বারের রেকর্ডকে ছাপিয়ে যাবে। যা বিশ্বে সর্বকালীন রেকর্ড।
এই বছর মহাকুম্ভ চারটি নতুন বিশ্ব রেকর্ডের মাধ্যমে ইতিহাস তৈরি করতে চলেছে, যা আনুষ্ঠানিকভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হবে। রেকর্ড তৈরির প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে কয়েকটি ঘটনার মধ্য দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ১৫ হাজার সাফাই কর্মী একযোগে সঙ্গম এলাকার ১০ কিলোমিটার পরিষ্কার করেন।
১৫ ফেব্রুয়ারি ৩০০ জন কর্মী নদীতে নেমে বৃহৎ পরিসরে জল পরিষ্কার অভিযান চালান। ১৬ ফেব্রুয়ারি পরিবেশবান্ধব পরিবহণ প্রচারের জন্য ত্রিবেণী মার্গে ১ হাজার ই-রিকশা চালানো হবে। ১৭ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে ১০ হাজার জনের হাতের ছাপ নিয়ে একটি রেকর্ড গড়ে তোলা হবে। এই রেকর্ড গড়তে চলা ইভেন্টগুলি নথিভুক্ত করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি দল ইতিমধ্যেই সঙ্গমে পৌঁছেছে।